কলকাতায় আমেরিকান সেন্টারের সামনে হামলার ঘটনায় মৃত্যুদণ্ড থেকে রেহাই মিলল আফতাব আনসারির। ফাঁসি থেকে রেহাই পেয়েছে এই ঘটনার আর এক দোষী জামিলউদ্দিন নাসির। বুধবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এ দিনের রায়ে শীর্ষ আদালত আফতাবের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সাজা কমিয়ে ৩০ বছর কারাবাসের নির্দেশ দেওয়া জামিলউদ্দিনের ক্ষেত্রে।
২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার জওহরলাল নেহরু রোডে আমেরিকান সেন্টারের সামনে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের স্বয়ংক্রিয় অ্যসল্ট রাইফেলের গুলিতে মৃত্যু হয় চার পুলিশ কর্মী-সহ পাঁচ জনের। মিনিট পাঁচেকের এই হামলায় আহত হয়েছিলেন ২০ জন।
এই ঘটনার মূল অভিযুক্ত আফতাব আনসারিকে দুবাই থেকে গ্রেফতার করে পুলিশ। আফতাব-সহ সাত জনের বিরুদ্ধে মামলা শুরু হয়। দীর্ঘ শুনানির পর নিম্ন আদালত দোষীদের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর পর মামলা হাইকোর্টে স্থানান্তরিত হলে বাকি পাঁচ জনের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হলেও আফতাব আনসারি এবং জামিলউদ্দিনের মৃত্যুদণ্ড থাকে। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালতের এ দিনের রায়ে দোষীদের মৃত্যুদণ্ড থেকে রেহাই মেলে।