অর্শদীপ সিংহ। — ফাইল চিত্র।
রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট রিকেলটন (০)। দক্ষিণ আফ্রিকা ১ ওভারে ১/১।
টস জেতার পর উল্লাসে মাতেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। অধিনায়ক রাহুলও টস জিতেই মৃদু উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁকে বেশ চাপমুক্ত মনে হয়েছে দেখে। পরে তিনি সাজঘরে ফেরার সময় হর্ষিত রানা, ঋষভ পন্থেরা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন।
টানা ২০টি এক দিনের ম্যাচে টস হারার পর জিতল ভারত। বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাহুল। ২০২৩ সালের ১৫ নভেম্বর শেষ বার টস জিতেছিলেন রোহিত শর্মা।