মুম্বইয়ের ঐতিহাসিক হারের পর সচিনের পেপ-টক

চল্লিশ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফিতে হারিয়ে দিল জম্মু কাশ্মীর। পরভেজ রসুলের দলের কাছে চার উইকেটে হেরে বসার পর মুষড়ে পড়া মুম্বই দলকে ড্রেসিংরুমে পেপ-টক দেন সচিন তেন্ডুলকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ২১:৪৪
Share:

রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক জয়ের পর জম্মু-কাশ্মীরের খেলোয়াড়দের উল্লাস। ছবি:পিটিআই।

চল্লিশ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফিতে হারিয়ে দিল জম্মু কাশ্মীর। পরভেজ রসুলের দলের কাছে চার উইকেটে হেরে বসার পর মুষড়ে পড়া মুম্বই দলকে ড্রেসিংরুমে পেপ-টক দেন সচিন তেন্ডুলকর। তেরো মাস আগে তাঁর বিদায়ী টেস্ট খেলার ভেনুতে দাঁড়িয়ে সচিন জানান, মুম্বই কোচ প্রবীণ আমরের ডাকে তিনি ছেলেদের উৎসাহ দিতে গিয়েছিলেন নিজের এককালের প্রিয় ড্রেসিংরুমে। মুম্বইয়ের দু’ইনিংস ২৩৬ আর ২৫৪ রানে শেষ করে দিয়ে জম্মু কাশ্মীর এ দিন চতুর্থ ইনিংসে জেতার জন্য প্রয়োজনীয় ২৩৭ রান ছ’উইকেট হারিয়ে তুলে নেয়। ব্যাটেও অধিনায়ক রসুল (৩২) অবদান রাখেন। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এ বার জম্মু কাশ্মীরের সব ম্যাচ বাইরে দিয়েছে বোর্ড। রসুল বলেন, “যার জন্য মুম্বইকে আমাদের ঐতিহাসিক হারানোটা আরও মধুর।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন