মালদহে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় মৃত ৭ সদ্যোজাত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ১৬:৫৫
Share:

মালদহ মেডিক্যাল কলেজে মৃ্ত্যু হল সাত সদ্যোজাত শিশুর। বৃহস্পতিবার রাত বারোটা থেকে শুক্রবার রাত বারোটা, চব্বিশ ঘণ্টার মধ্যে মারা যায় এই সাতটি শিশু। চব্বিশ ঘণ্টায় শিশু মৃত্যুর হার স্বাভাবিকের থেকে বেশি বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস জানিয়েছেন, শিশুগুলির বয়স এক ঘণ্টা থেকে কুড়ি দিনের মধ্যে। অসুস্থ শিশুগুলিকে কালিয়াচক, মানিকচক, বৈষ্ণবনগর, পুরাতন মালদহের বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। প্রতিটি শিশুই শ্বাসকষ্ট, কম ওজন এবং সেপ্টিসেমিয়ার সমস্যায় ভুগছিল। ডেপুটি সুপার আরও জানিয়েছেন, ওজন কম থাকা এবং শ্বাসকষ্টের কারণে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে, সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে আরেকটি শিশু। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ভর্তির সময়েই শিশুগুলির অবস্থা আশঙ্কাজনক ছিল। কম ওজন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকায় শিশুদের সবাইকেই বিশেষ ‘ঘেরাটোপে’ রাখা হয়। চিকিত্সকরা তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও কম ওজনের সমস্যার জন্য শিশুগুলি সেই ধকল নিতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement