মাহুতকে খুন করে পর্যটক নিয়েই জঙ্গলে চম্পট কুনকি হাতির

মাহুতকে পায়ে পিষে মেরে, দুই পর্যটককে নিয়েই জঙ্গলে চম্পট দিল পোষা কুনকি হাতি। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্য তাইল্যান্ডের মুয়াঙ্গ জেলার পুভারা ট্যুর এলিফ্যান্ট ক্যাম্পে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ২০:০৭
Share:

মাহুতকে পায়ে পিষে মেরে, দুই পর্যটককে নিয়েই জঙ্গলে চম্পট দিল পোষা কুনকি হাতি। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্য তাইল্যান্ডের মুয়াঙ্গ জেলার পুভারা ট্যুর এলিফ্যান্ট ক্যাম্পে।

Advertisement

হাতির পিঠে জঙ্গল ঘুরে দেখার জন্য পর্যটক মহলে মুয়াঙ্গ জেলার এই ক্যাম্পটির খ্যাতি। অন্য দিনের মতোই রবিবারও তেমন ভাবে ওই হাতিটির উপর চেপে বসেন এক রুশ মহিলা ও তাঁর কন্যা। হাতিটিকে নির্দেশ দিয়ে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছিলেন বছর ষাটের অভিজ্ঞ মাহুত সুক সুবমার্ক।

সূত্রের খবর, হঠাত্ই উন্মত্ত আচরণ শুরু করে বছর আঠারোর ওই পুরুষ হাতিটি। যতই মাহুত তাকে নিয়ন্ত্রণ করতে যায়, ততই সে ক্ষেপে ওঠে। শেষে মাহুতকে পায়ে পিষে মেরে জঙ্গলে চম্পট দেয় ওই কুনকি হাতিটি। চোখের সামনে এই ঘটনা দেখে ভয়ে বাক্যহারা হয়ে পড়েন দুই রুশ পর্যটক। হাতিটির পিঠেই আতঙ্কিত অবস্থায় বসে থাকেন তাঁরা।

Advertisement

জঙ্গলটির পার্শবর্তী একটি রিসর্টে হাতিটির খোঁজ পায় পুলিশ এবং উদ্ধারকর্মীরা। ঘুমপাড়ানি গুলি ছুড়ে এবং পিঠের উপর চড়ে বসে এক মাহুত কাবু করেন হাতিটিকে। উদ্ধার করা হয় দুই পর্যটককে । নিহত মাহুতের দেহ ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে একটি খালের মধ্যে থেকে উদ্ধার হয় ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন