রেকর্ড অঙ্কে সেনসেক্স, প্রথম বার ৭ হাজার ছাড়াল নিফটি-ও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৪ ২০:৩২
Share:

মাত্র দু’দিনের লেনদেনেই এক হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স। গত শুক্রবার সূচক বেড়েছিল ৬৫০ পয়েন্ট। আর সোমবার তা বাড়ল ৫৫৬.৭৭ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময় সেনসেক্স এসে দাঁড়িয়েছে ২৩৫৫১ অঙ্কে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও পৌঁছে গিয়েছে ৭ হাজারের ঘরে। দাঁড়িয়েছে ৭,০১৪.২৫ অঙ্কে। এ দিন টাকার দামও এক সময়ে গত ১০ মাসে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছিল। কিন্তু পরের দিকে ডলারের চাহিদা বাড়তে থাকে। ফলে দিনের শেষে কিছুটা পড়ে টাকার দর দাঁড়ায় ৬০.০৫ টাকায়। আগের দিনের চেয়ে যা এক পয়সা কম।

Advertisement

সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। সেখানে কেন্দ্রে শক্তিশালী সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার কারণে বাজার আরও তেজী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, উত্থানের এই গতি এখনই বন্ধ হবে না। ‘সব কিছু ঠিকঠাক’ চললে অন্তত আগামী সপ্তাহখানেক সূচকের পিছনে ফিরে তাকানোর সম্ভাবনা কম বলেই মত বিশেষজ্ঞদের। তা সত্ত্বেও স্বাভাবিক ‘কারেকশন’-এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন