রিকশা থামিয়ে হার ছিনতাই হাওড়ায়

সাতসকালে প্রকাশ্য রাস্তায় চলন্ত রিকশা থামিয়ে এক মহিলার সোনার হার ছিনতাই করল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী। মঙ্গলবার সকালে, হাওড়ার আন্দুল রোডের হাসখালি পোলের কাছে। পুলিশ জানায়, ঘটনার পরে রিকশাচালক ও কয়েক জন পথচারী দুষ্কৃতীদের তাড়া করেন। কিন্তু তারা আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখিয়ে মোটরবাইক নিয়ে পালিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ২০:২৯
Share:

সাতসকালে প্রকাশ্য রাস্তায় চলন্ত রিকশা থামিয়ে এক মহিলার সোনার হার ছিনতাই করল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী। মঙ্গলবার সকালে, হাওড়ার আন্দুল রোডের হাসখালি পোলের কাছে। পুলিশ জানায়, ঘটনার পরে রিকশাচালক ও কয়েক জন পথচারী দুষ্কৃতীদের তাড়া করেন। কিন্তু তারা আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখিয়ে মোটরবাইক নিয়ে পালিয়ে যায়।

Advertisement

পুলিশ জানায়, এ দিন সুজাতা জালানি নামে ওই মহিলা তাঁর দুই ছেলেকে আন্দুল রোডে একটি ইংরেজি মিডিয়াম স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। পুলিশ জানায়, বাড়ি থেকে বেরনোর পরেই হঠাত্‌ দু’টি মোটরবাইক এসে পথ আটকায় এবং এক দুষ্কৃতী তাঁর হার ছিনিয়ে পালায়। পুলিশ জানায়, মোটরবাইক দু’টি বটানিক্যাল গার্ডেনের দিক থেকে এসে আলমপুরের দিকে পালায়। দুষ্কৃতীদের মাথায় রুমালের ফেট্টি বাঁধা ছিল। সুজাতাদেবী এ দিন বলেন, “রোজ ছেলেদের স্কুলে দিতে যাই। এর পর কী সাহস নিয়ে বেরোব ভেবে পাচ্ছি না।” স্থানীয়দের অভিযাগ, ঘটনাটি ঘটেছে হাওড়া সিটি পুলিশ ও গ্রামীণ পুলিশের সীমানা এলাকায়। সকালে সেখানে পুলিশি টহলদারি থাকে না বললেই চলে। দুষ্কৃতীরা এই সুযোগ কাজে লাগিয়েছে। জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, ওই এলাকায় পুলিশের টহলদারি যাতে বাড়ানো যায়, দেখা হচ্ছে। দুষ্কৃতীদের সন্ধানে চল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement