রাজ্যসভার জন্য মনোনয়ন দাখিল মনোহর পর্রীকরের

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ ঘণ্টাও কাটেনি। সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রকের গুরুভার কাঁধে চেপেছে। আর এ দিনই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন মোদীর মন্ত্রিসভার নতুন মুখ মনোহর পর্রীকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ১৭:২২
Share:

মনোনয়ন দাখিল মনোহর পর্রীকরের। ছবি: পিটিআই।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ ঘণ্টাও কাটেনি। সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রকের গুরুভার কাঁধে চেপেছে। আর এ দিনই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন মোদীর মন্ত্রিসভার নতুন মুখ মনোহর পর্রীকর।

Advertisement

উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যাওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন পর্রীকর। এ দিন সকালে লখনউয়ের বিধান ভবনে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি প্রদীপ দুবের কাছে পর্রীকর তাঁর মনোনয়ন পেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজীবপ্রতাপ রুডি ও কলরাজ মিশ্র। ছিলেন সাংসদ জগদম্বিকা পাল এবং অন্য বিজেপি নেতারা।

মনোনয়ন পেশের পর পর্রীকর বলেন, “রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করতে পারব ভেবে আমি গর্বিত। আমাকে সুযোগ দেওয়ার জন্য বিজেপি এবং রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞ।”

Advertisement

আগামী ২০ নভেম্বর রাজ্যসভার ১০টি আসনের জন্য নির্বাচন হবে। ২৫ নভেম্বরে শেষ হচ্ছে উত্তরপ্রদেশের দশ জন সাংসদের মেয়াদ। এঁদের মধ্যে রয়েছেন বিএসপি-র ছয়, এসপি-র দু’জন, কংগ্রেস এবং বিজেপি-র এক জন করে সাংসদ।

৪০৩ সদস্যের উত্তরপ্রদেশ বিধানসভায় মুলায়ম সিংহের সমাজবাদী দলের বিধায়ক সংখ্যা ২৩১। দলিত নেত্রী মায়াবতীর বিএসপি-র হাতে আছে ৮০ জন বিধায়ক। বিজেপি-র আছে ৪১ জন বিধায়ক এবং কংগ্রেসের আছে ২৮ জন বিধায়ক।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী নির্বাচনে রাজ্যসভার ছয়টি আসন জেতার সম্ভাবনা মুলায়ম সিংহের দলের। বিএসপি জিততে পারে দু’টি আসন। একটি করে আসন জিততে পারে বিজেপি ও কংগ্রেস।

সমাজবাদীর হয়ে মনোনয়ন জমা দিয়েছেন রামগোপাল যাদব, রাজ্যের মন্ত্রী আজম খানের স্ত্রী তাজিন ফতিমা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নীরজ শেখর। কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন পি এল পুনিয়া। বিএসপি দাঁড় করিয়েছে রাজা রাম এবং বীর সিংহকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন