লালগোলায় কোকেন পাচারের অভিযোগে সিআরপিএফ জওয়ান-সহ ধৃত ২

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

বহরমপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৩
Share:

কোকেন ও হেরোইন পাচারের অভিযোগে এক সিআরপিএফ জওয়ান- সহ ২ জনকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই দু’ জনকে রবিবার রাতে মুর্শিদাবাদের লালগোলায় রাজ্য সড়কের উপর যশোইতলা মোড়ের কাছ থেকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত আরও দু’ জন পলাতক। ধৃতদের কাছ থেকে ১২০০ গ্রাম কোকেন এবং ৩০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানিয়েছেন, সম্ভবত নেপাল থেকে শিলিগুড়ি হয়ে ওই কোকেন ও হেরোইন বিক্রির জন্য ধৃতরা লালগোলায় যাচ্ছিল। সিআরপিএফ লেখা একটি মোটরবাইকে করে তারা ওই কোকেন ও হেরোইন নিয়ে যাচ্ছিল। যশোইতলা মোড়ের কাছে তারা বমাল ধরে পড়ে লালগোলার ওসি জামালুদ্দিন মণ্ডলের হাতে।

ধৃতদের মধ্যে লক্ষ্মীনারায়ণ মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদ জেলার বাজারসাউ গ্রামে। তিনি সল্টলেকে সিআরপিএফের ইস্টার্ন হেড কোয়ার্টারে কর্মরত। মাদক পাচারের ওই চক্রে আরও কয়েক জন জড়িত বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন