শহরে জোড়া অগ্নিকাণ্ড

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ১৫:৩০
Share:

শহরে শনিবার দু’টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি শিয়ালদহে ও অন্যটি তিলজলায়।

Advertisement

এ দিন দুপুরে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর কাছে একটি বাসে আগুন লেগে যায়। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ১১টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন কলকাতা বাসস্ট্যান্ড থেকে হাওড়া-সল্টলেকের এস-১২ রুটের ওই বাসটি ছাড়ে। ১২টা নাগাদ শিয়ালদহের বিদ্যাপতি সেতুর কাছে বাসটি আসার পর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। সেই সময় বাসে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসের কন্ডাক্টর গণেশচন্দ্র মাজি। তিনি জানান, ধোঁয়া বের হতে দেখে গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়ে ইঞ্জিনের উপরের ঢাকনা খুলতেই আগুন বের হতে থাকে। সঙ্গে সঙ্গে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের খবর দেওয়া হয়। ইঞ্জিনের ব্যাটারি থেকেই কোনও ভাবে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল কর্মীদের।

অন্য দিকে, এ দিন দুপুরে তিলজলা থানার পিকনিক গার্ডেন রোডে একটি চার তলা বাড়ির এক তলায় মিটার বক্সের ঘরে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ আহত হননি বলেই জানিয়েছে পুলিশ। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন দমকল কর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন