শহরে বাসের ধাক্কায় মৃত প্রৌঢ়

শহরে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ভবানীপুর থানা এলাকার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নকুল ঠাকুর (৫৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখনই একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় নকুলবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৬
Share:

শহরে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ভবানীপুর থানা এলাকার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নকুল ঠাকুর (৫৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখনই একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় নকুলবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঘটনার পরই গ্রেফতার করা হয় বাসচালককে। আটক করা হয় বাসটিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement