সৃঞ্জয়ের জামিন নিয়ে হলফনামা দাখিলে নির্দেশ

সারদা-কাণ্ডে অভিযুক্ত সৃঞ্জয় বসুর জামিন কেন খারিজ করা হবে, সেই ব্যাপারে সিবিআই-কে হলফনামা দাখিল করতে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, কী কারণে তিনি জামিনে ছাড়া থাকবেন, সেই ব্যাপারে সৃঞ্জয় বসুকেও হলফনামা দাখিল করতে হবে। আলিপুর জেলা আদালত গত ৪ ফেব্রুয়ারি সৃঞ্জয়কে জামিন দিয়েছে। জামিন খারিজ করতে চেয়ে সিবিআই ইতিমধ্যেই মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩২
Share:

সারদা-কাণ্ডে অভিযুক্ত সৃঞ্জয় বসুর জামিন কেন খারিজ করা হবে, সেই ব্যাপারে সিবিআই-কে হলফনামা দাখিল করতে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, কী কারণে তিনি জামিনে ছাড়া থাকবেন, সেই ব্যাপারে সৃঞ্জয় বসুকেও হলফনামা দাখিল করতে হবে।

Advertisement

আলিপুর জেলা আদালত গত ৪ ফেব্রুয়ারি সৃঞ্জয়কে জামিন দিয়েছে। জামিন খারিজ করতে চেয়ে সিবিআই ইতিমধ্যেই মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। মামলাটির দ্রুত শুনানির জন্য এ দিন সিবিআইয়ের আইনজীবী আসরাফ আলি দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্টের বিচারপতি শিবসাধন সাধুর আদালতে। আদালতে হাজির ছিলেন সৃঞ্জয়ের আইনজীবীরাও। বিচারপতি জানান, দু’পক্ষকেই হলফনামা দাখিল করে নিজেদের বক্তব্য জানাতে হবে এবং আগামী ৩ মার্চ তিনি মামলাটি শুনবেন।

সারদা-কাণ্ডে সিবিআই গত বছরের ২১ নভেম্বর গ্রেফতার করে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদকে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ নম্বর (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারা না থাকায় চলতি মাসের ৪ ফেব্রুয়ারি আলিপুর জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরী সৃঞ্জয়ের জামিনের আবেদন মঞ্জুর করেন। সিবিআইয়ের দাবি, পরে তাঁর বিরুদ্ধে ওই ধারা যোগ করা হয়েছে নিম্ন আদালতে।

Advertisement

এ দিনই জামিনের আবেদনের মামলার দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন সারদা মামলায় ধৃত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের আইনজীবীরা। বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ওই মামলার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement