সিভিক পুলিশের সভা বানচাল আরামবাগে

আরামবাগে রাজ্য সিভিক পুলিশের একটি সভা ভেস্তে গেল বুধবার। দীর্ঘ দিন ধরেই পোশাক, উপযুক্ত প্রশিক্ষণ, সময় মতো বেতন-সহ প্রভৃতি দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছে রাজ্য সিভিক পুলিশ অ্যাসোসিয়েশন। স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলা ১২টা থেকে আরামবাগে সিভিক পুলিশের একটি সভা হওয়ার কথা ছিল। আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে সকাল থেকেই তার তোড়জোড় চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ১৭:১৬
Share:

আরামবাগে রাজ্য সিভিক পুলিশের একটি সভা ভেস্তে গেল বুধবার। দীর্ঘ দিন ধরেই পোশাক, উপযুক্ত প্রশিক্ষণ, সময় মতো বেতন-সহ প্রভৃতি দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছে রাজ্য সিভিক পুলিশ অ্যাসোসিয়েশন। স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলা ১২টা থেকে আরামবাগে সিভিক পুলিশের একটি সভা হওয়ার কথা ছিল। আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে সকাল থেকেই তার তোড়জোড় চলছিল। কিন্তু বেলা ১১টা নাগাদ একদল স্থানীয় তৃণমূল সমর্থক মারধর করে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় বলে ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সঞ্জয় পোড়িয়ার অভিযোগ। তিনি জানান, সভা বানচাল করতে অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সভাপতি সুব্রত হাজরাকে মারধরের পর ‘অপহরণ’ করে অন্যত্র আটকে রাখা হয়। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ সূত্রে খবর, এই সভার কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কোনও পক্ষেরই কোনও লিখিত অভিযোগ এখনও পুলিশের কাছে জমা পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন