সীমান্ত পেরনো জওয়ানকে ফিরিয়ে দিল পাকিস্তানের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ১৫:৩২
Share:

নদীর স্রোতে ভেসে যাওয়া ভারতীয় জওয়ানকে ফিরিয়ে দিল পাকিস্তান। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তাকে ফিরিয়ে দেওয়া হল। ৪৮ ঘণ্টা আগে চেনাব নদীর স্রোতে ভেসে পাক ভূখণ্ডে পৌঁছে গিয়েছিলেন বিএসএফ জওয়ান সত্যশীল যাদব।

Advertisement

তবে পাকিস্তানের আতিথেয়তায় যারপরনাই খুশি সত্যশীল যাদব। পাকিস্তানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্যশীল বলেন, “আমার সঙ্গে যথেষ্ট ভাল ব্যবহার করেছে পাক রেঞ্জার্স। নদীতে টহল দেওয়ার সময়ে দুর্ঘটনায় পড়ে আমাদের বোট। বাকি সহকর্মীরা সাঁতার কেটে পাড়ে পৌঁছলেও স্রোতের টানে ভেসে যাই আমি। আমাকে উদ্ধার করে পাক রেঞ্জার্স। আমার পরিচয় জানার পর তারা আশাতিত ভাবে ভাল জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়। তাঁদের ব্যবহারে আমি খুশি। আমার কোনও অভিযোগ নেই।”

বুধবার ভোরে কাশ্মীরের পরাগওয়াল-খৌড় সাব সেক্টরে টহল দেওয়ার সময়ে চেনাব নদীর স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে যান সত্যশীল। সে দিনই রেঞ্জার্সের সঙ্গে বৈঠক করে তাঁকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান বিএসএফ আধিকারিকেরা। শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, সত্যশীলকে মুক্তি দিতে রাজি হয়েছে পাকিস্তান। শুক্রবার বিকেলে অকট্রই পোস্টে তাঁকে বিএসএফের হাতে তুলে দেবে পাকিস্তান। সেইমতো এ দিন বিকেলে সত্যশীলকে মুক্তি দিল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement