সুরেন্দ্র কোহলি। ছবি: এএফপি।
নিঠারি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুরেন্দ্র কোহলির ফাঁসির উপর ২৯ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২৮ অক্টোবর সুরেন্দ্রর দায়ের করা রিভিউ পিটিশন শুনবে শীর্ষ আদালত।
রিম্পা হালদার হত্যা মামলায় চলতি মাসের ২ তারিখ ঠিক হয়েছিল শুক্রবার, ১২ সেপ্টেম্বর ফাঁসি দেওয়া হবে কোহলিকে। সেই মতো প্রস্তুতিও চলছিল মেরঠের জেলে। রিম্পা হত্যা ছাড়াও আরও ১৬টি মামলায় দোষী প্রমাণীত হয় কোহলি। এর মধ্যে পাঁচটি মামলায় তার ফাঁসির সাজা হয়।
২০০৫ থেকে ২০০৬-এর মধ্যে উত্তরপ্রদেশের নয়ডার নিঠারি এলাকা থেকে উধাও হয়ে গিয়েছিল জনা কুড়ি শিশু। সুরেন্দ্র কোহলি যে বাড়িতে পরিচারকের কাজ করত, তারই সংলগ্ন নর্দমা থেকে পরে উদ্ধার হয় প্রচুর কঙ্কাল। কোহলি ও বাড়ির মালিক মণীন্দ্র সিংহ পান্ধেরের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। মৃতদেহ ভক্ষণ ও মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করার অভিযোগও উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ২০০৯ সালে চোদ্দো বছরের কিশোরী রিম্পা হালদারকে খুনের অভিযোগে কোহলিকে ফাঁসির সাজা শোনায় ইলাহাবাদ হাইকোর্ট। মণীন্দ্রর মৃত্যুদণ্ড মকুব হয়ে যায়। ২০১১-র ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কোহলির মৃত্যুদণ্ড বহাল রাখে। গত জুলাইয়ে তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।