হাওড়ার গোলাবাড়িতে দুই গোষ্ঠীর গুলির লড়াই, আহত ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৫
Share:

একটি গুদাম দখল করাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩১ নম্বর জি টি রোডের ওই গুদামটি কয়েক বছর আগে যৌথ মালিকানায় কিনেছিলেন শ্যামলাল যাদব ও রবীন টমাস নামে দুই ব্যক্তি। গুদামটি কেনার পর থেকেই মালিকানার অংশীদারিত্ব নিয়ে ঝামেলা চলছিল ওই দু’জনের মধ্যে। এ দিন সকাল সাতটা নাগাদ সেই ঝামেলা চরম আকার ধারণ করে।

Advertisement

কী হয়েছিল এ দিন?

পুলিশ জানিয়েছে, রবীনের দীর্ঘ দিন ধরে অভিযোগ, শ্যামলাল গুদামটিকে দখল করে রেখেছে। এ দিন সকালে সেই দখলদারি হঠাতে রবীন জি টি রোড লাগোয়া গুদামে হানা দেয়। সেই সময় শ্যামলাল ও তাঁর ভাই রামলাল গুদামের পাশেই একটি দোকানে চা খাচ্ছিলেন। রবীন তাঁর দলবল নিয়ে সেখানে যেতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই ঘটনা থেকে হাতাহাতি এমনকী গুলিও চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় গুলিবিদ্ধ হন গুদামের পাশের একটি কারখানার নিরাপত্তারক্ষী আলবু পাসোয়ান। তাঁর পায়ে গুলি লাগে। অন্য দিকে, নান্দজি যাদব নামে এক ব্যক্তির হাতেও গুলি লাগে। এঁদের উদ্ধার করে প্রথমে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন