হলদিয়ায় বন্ধ হয়ে গেল অ্যালুমিনিয়াম কারখানা

শিল্পনগরী হলদিয়ায় বন্ধ হয়ে গেল একটি অ্যালুমিনিয়াম কারখানা। রবিবার রাতে মানেকসিয়া লিমিটেড নামে ওই কারখানার গেটে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিস ঝোলান কর্তৃপক্ষ। এর ফলে কর্মচ্যুত হলেন প্রায় ৫০০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ১৪:৪৮
Share:

শিল্পনগরী হলদিয়ায় বন্ধ হয়ে গেল একটি অ্যালুমিনিয়াম কারখানা। রবিবার রাতে মানেকসিয়া লিমিটেড নামে ওই কারখানার গেটে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিস ঝোলান কর্তৃপক্ষ। এর ফলে কর্মচ্যুত হলেন প্রায় ৫০০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক।

Advertisement

ক্ষতিগ্রস্ত কারখানাটির কর্মীরা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন স্থায়ী শ্রমিকরা। এ জন্য গত ৩০ অক্টোবর প্রতি শিফ্টে লাগাতার এক ঘণ্টা করে কাজ বন্ধ রাখছিলেন তাঁরা। গত শনিবার বিকেলে তাঁদের কাছে আসেন স্থানীয় দুর্গাচক থানার ওসি কুদরুদ-ই-খোদা এবং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা ও কারখানাটির অস্থায়ী কর্মচারীদের কার্যকরী সভাপতি মিলন মণ্ডল। তাঁরা দু’জনেই আন্দোলন তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করেন। স্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন ওই দু’জন। এর পর আন্দোলন প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

এর পরই রবিবার রাতে কর্তৃপক্ষের তরফে কারখানা বন্ধের কথা ঘোষণা করা হয়। কারখানাটির জেনারেল ম্যানেজার সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাসপেনসন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়েছে। কর্মী অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সোমনাথবাবু। তৃণমূলের শ্রমিক নেতা মিলন মণ্ডল জানান, কারখানা বন্ধের ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই। কারখানার খোলার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মিলনবাবু। কারখানাটিতে তাঁদের কোনও সংগঠন না থাকায় আলোচনার প্রক্রিয়ার দিকেই আপাতত তাকিয়ে আছেন স্থায়ী কর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন