Dilip Ghosh

‘গাড়িতে স্টিক রাখা আছে, দরকার হলেই বার করব’! প্রচারে দিলীপ-দর্প চলছেই, সমালোচনায় তৃণমূল

বর্ধমান শহরের এক নাগরিক ‘ভোট সন্ত্রাস’ নিয়ে আশঙ্কা প্রকাশ করায় দিলীপ ঘোষ তাঁকে বলেন, ‘‘টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে। আমার কাছ থেকে শিখেছে ওরা। এমন খেলব, পা ভেঙে দেব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:৪১
Share:

প্রচারে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

লাঠি হাতে ভোটপ্রচারে বেরিয়েছিলেন মঙ্গলবার। তাই নিয়ে সমালোচনা হয়। কিন্তু বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আছেন স্বমেজাজেই। এ বার তাঁর ‘ডান্ডা-দাওয়াই’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

বুধবার সকালে বর্ধমান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার একটি মাঠে প্রাতর্ভ্রমণে বার হন দিলীপ। শুধু হাঁটাহাঁটিই নয়, ফিট রাখতে খানিক ফুটবলও খেলেন এবং গোলও করেন বিদায়ী বিজেপি সাংসদ। তার পর পিরপুকুর এলাকার মোড়ে চা চক্রের আসরে অংশ নিয়ে লাঠি হাতে তাঁর প্রচার নিয়ে দিলীপ বলেন, ‘‘মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক আছে। তাই প্রয়োজন পড়েনি। দরকার হলে গাড়িতে রাখা আছে...।’’ দিলীপ জানান, তাঁকে একটি লাঠি দিয়েছিলেন এক জন। সেটা কাছেই রাখছেন। আর এ নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। তৃণমূলের কটাক্ষ, ‘‘দিলীপের কাছে এর থেকে ভাল কিছু আশা করা যায় না।’’ নির্বাচন কমিশনের শোকজ় বা তাঁর দলের চিঠি— দিলীপ কিছুতেই দমছেন না। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে বুধবার দিলীপ কটাক্ষ করে বলেন, ‘‘নির্বাচন এসেছে। পাবলিকের কাছে যান। যাঁরা জিতিয়েছে, তাঁদের কাছে যান। ভোট চান। কিন্তু তাঁদের কাছে যাওয়ার মুখ নাই। এখন কমিশনের কাছে ধর্না লাগাচ্ছে!’’

দিলীপ আরও বলেন, ‘‘যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্য বলছি, আমরা তো সকাল থেকে পাবলিকের সঙ্গে আছি। যাদের পাবলিকের সামনে যাওয়ার মত মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে।’’

Advertisement

দিলীপের ওই চা চক্রে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের এক নাগরিক। তিনি ‘ভোট সন্ত্রাস’ নিয়ে আশঙ্কা প্রকাশ করায় দিলীপ তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘‘টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে। আমার কাছ থেকে শিখেছে ওরা। এমন খেলব না, পা ভেঙে দেব। জিজ্ঞাসা করবেন মেদিনীপুরের লোককে। আর ওখানকার যত গুন্ডা ছিল তৃণমূলের, রাস্তায় হাঁটতে পারে না আমার সামনে। আপনি শুধু বাড়ি থেকে বেরিয়ে ভোটটা দিন।’’

দিলীপের এই মন্তব্যের সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘আমরা আগেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। উনি হাওয়া গরম করতে এবং এলাকায় অশান্তি পাকাতে এ সব উল্টোপাল্টা কথা বলছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন