Madhavi Latha

পদ্মবনের মাধবী লতা, মোদীর পছন্দের প্রার্থী সম্পত্তিতে শত গুণে টেক্কা প্রধানমন্ত্রীকে! কী কী রয়েছে সিন্দুকে?

মাধবীর হয়ে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পত্তির নিরিখে মোদীকেও ছাপিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৭:৩৪
Share:

প্রচারে মাধবী লতা। ছবি: পিটিআই।

হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়াই করছেন। সেই মাধবী লতার সম্পত্তির পরিমাণ ২২১ কোটি টাকা। এমনটাই বলছে তাঁর মনোনয়নের হলফনামা। মাধবী তেলঙ্গানার অন্যতম ধনী প্রার্থী তিনি।

Advertisement

মাধবীর হয়ে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পত্তির নিরিখে মোদীকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এখনও বারাণসী কেন্দের মনোনয়ন জমা করেননি। তবে প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে দেখা গিয়েছিল, ২০২৩ সালের ৩১ মার্চ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজার ৪৪৪ টাকা। বুধবার হায়দরাবাদ কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছেন মাধবী। সেখানে হলফনামায় তাঁর মোটি সম্পত্তির পরিমাণ প্রকাশ করেছেন। মাধবী এবং তাঁর স্বামী কোম্পেলা বিশ্বনাথ, উভয়েই ব্যবসায়ী। তাঁদের তিন নাবালক সন্তানও রয়েছে। মাধবী এবং তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি ৪৬ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি ৯১ লক্ষ টাকা।

সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন ৪৯ বছরের মাধবী। সেকেন্দরাবাদের বাসিন্দা তিনি। হলফনামা অনুযায়ী, মাধবীর নিজের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১ কোটি ৩১ লক্ষ টাকা। তার মধ্যে ২৫ কোটি ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। তিন কোটি ৭৮ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে তাঁর। বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ছ’কোটি ৩২ লক্ষ টাকা। হায়দরাবাদ এবং আশপাশের এলাকায় তাঁর জমি, বাড়ি এবং দফতর রয়েছে। তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৮ কোটি ৩১ লক্ষ টাকা। তাঁর তিন সন্তানের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা। মাধবীর স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৯ কোটি ৫৯ লক্ষ টাকা।

Advertisement

মাধবীর ঋণ রয়েছে ৯০ লক্ষ টাকার। তাঁর স্বামীর ঋণের পরিমাণ ২৬ কোটি ১৩ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে মাধবীর আয়ের পরিমাণ তিন লক্ষ ৭৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল এক কোটি ২২ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটি অপরাধের মামলাও দায়ের হয়েছে। গত সপ্তাহে বেগমবাজার থানায় ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, সিদ্দি অম্বর বাজারে মসজিদ লক্ষ্য করে তির ছোড়ার ভঙ্গি করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন