S. S. Ahluwalia

‘ব্যথা পেয়ে প্রতিবাদ’! প্রচারে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া

শনিবার অহলুওয়ালিয়ার রোড-শো কেন্দুয়া বাজারে পৌঁছতেই জিশানের নেতৃত্বে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কয়েক জন কর্মী। স্লোগানও দেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কুলটি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৪:৪২
Share:

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া। —নিজস্ব চিত্র।

প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে। শনিবার আসানসোল লোকসভার অন্তর্গত কুলটি বিধানসভার এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানার মোড় পর্যন্ত একটি রোড-শো ছিল বিজেপি প্রার্থীর। সেই রোড-শো কেন্দুয়া বাজারে পৌঁছতেই বেশ কয়েক জন বিজেপি কর্মী-সমর্থককে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এর মধ্যে এক বিক্ষোভকারী জিশান কুরেশির অভিযোগ, বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও লোকসভা প্রার্থীর প্রচারে আসার ব্যাপারে তাঁদের জানানো হয়নি। আর সেই কারণেই ‘ব্যথিত’ বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ওই বিজেপি কর্মীর অভিযোগ, কুলটির বর্তমান বিধায়কের অজয়কুমার পোদ্দারের ছেলে গরু পাচারের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই কুলটিবাসীরা এ বার বিজেপিকে ভোট দেবেন না বলেও তাঁর দাবি।

Advertisement

পুরো বিষয়টি নিয়ে কেন্দুয়া বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও যাঁকে ঘিরে বিক্ষোভ সেই অহলুওয়ালিয়া বলেন, ‘‘খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার নাম ঘোষণা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে। অথচ এক জন কর্মী যদি তা মেনে না নেন, তো কী করার আছে?’’

শনিবার অহলুওয়ালিয়ার রোড-শো কেন্দুয়া বাজারে পৌঁছতেই জিশানের নেতৃত্বে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কয়েক জন কর্মী। স্লোগানও দেন তাঁরা। কিন্তু তাঁদের সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে বাগ্‌বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন জিশান। জিশানের দাবি, তিনি বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির নেতা। গত আসানসোল পুরনিগমের বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ তুলেছেন, বিজেপির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত থাকলেও অহলুওয়ালিয়ার প্রচারে আসার বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর কথায়, ‘‘বিজেপি বিধায়কের ছেলে গরু পাচারের টাকা নেয়। এর প্রমাণ রয়েছে আমার কাছে। তাঁকে সঙ্গে নিয়ে ঘুরছেন লোকসভা প্রার্থী। অন্য দিকে, আমি বহু দিন ধরে দলের সঙ্গে যুক্ত। ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। অথচ আমাকে জানানো হল না। খুব কষ্ট পেয়েছি। আমাকে সরিয়ে দেওয়া হয়। আমার কি কোনও সম্মান নেই? এ রকম করলে কুলটির মানুষই বিজেপিকে ভোট দেবে না।’’

Advertisement

উল্লেখ্য, অহলুওয়ালিয়ার বিরুদ্ধে প্রচারের সময় শিশুদের ব্যবহার করার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। শনিবার অহলুওয়ালিয়ার রোড শো-র যে সব ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে বেশ কিছু নাবালককে বিজেপির পতাকা হাতে অংশ নিতে দেখা গিয়েছে। তৃণমূলের দাবি, শিশুদের ব্যবহার করে নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, ‘‘বাচ্চাদের হাতে পতাকা নিয়ে প্রচার চালাচ্ছিল বিজেপি। সেই সমস্ত ভিডিয়ো সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।’’ এই প্রসঙ্গে অহলুওয়ালিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘মোদীজি বিকশিত ভারতের আহ্বায়ক। বিকশিত ভারত নতুন প্রজন্মের জন্য। আর তাই ওই শিশুরা মিছিলে যোগ দিয়েছিল অভিভাবকদের সঙ্গে। তবে এখনও এখানে এই নিয়ে কমিশনের আচরণবিধি জারি হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন