Congress

ডিএমকে নেতার রাম-কথা থেকে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘দল ডিএমকে নেতার মন্তব্যের নিন্দা করছে। কংগ্রেস কখনওই তার সমর্থন করে না। আমাদের মতে রাম সকলের।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৫:১৩
Share:

—প্রতীকী ছবি।

সনাতন ধর্মের পরে এ বার রামকে নিয়ে কুকথা বলার অভিযোগ উঠল ডিএমকে-র বিরুদ্ধে। দলের নেতা এ রাজার ভারতের জাতীয়তা ও রামকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে সরব হলেন বিজেপি নেতৃত্ব। ইন্ডিয়ার শরিক দলের করা মন্তব্য উত্তর ভারতে ভোটব্যাঙ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভেবে দ্রুত রাজার মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসও।

Advertisement

বিতর্কের সূত্রপাত গত কাল। একটি সভায় ডিএমকে নেতা এ রাজা গুজরাত দাঙ্গায় নির্যাতিত বিলকিস বানুর প্রসঙ্গ টেনে বলেন, ওই মহিলার নিযার্তনকারীরা যখন জেল থেকে ছাড়া পাচ্ছিল, সে সময়ে সমর্থকরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগান উঠছিল। রাজার কথায়, ‘‘যদি এই কারণে ভারতমাতা ও রামের স্লোগান ওঠে, তা হলে আমরা তা কোনও ভাবেই মেনে নেব না। তামিলনাড়ু কোনও ভাবেই মেনে নেবে না।’’ এর পরেই তিনি বলে বসেন, ‘‘যদি দরকার হয়, বলে দেবেন আমরা রামের শত্রু।’’

রাম নিয়ে এই বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি ভারতের জাতীয়তা নিয়ে যে মন্তব্য রাজা করেছেন, তাতেও অস্বস্তিতে শরিকেরা। রাজা বলেছেন, ‘‘ভারত কোনও দেশ নয়। একটি উপমহাদেশ মাত্র।’’ কেন দেশ নয়, তার ব্যাখ্যায় রাজা বলেন, ‘‘ভারতের নিজস্ব কোনও ভাষা নেই, নিজস্ব কোনও সংস্কৃতি বা ঐতিহ্য নেই। সেখানে তামিল, মালয়ালাম বা ওড়িয়া হল এক-একটি দেশ, যার ভাষা এক।’’

Advertisement

রাজার বক্তব্যের মধ্যে ভারত বিভাজনের স্বর রয়েছে বলে সরব হয়েছে বিজেপি। আজ দলের সাংসদ রবিশঙ্কর প্রসাদের প্রশ্ন, ‘‘রাজা আমাদের দেশ বা রাম নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা কি কংগ্রেসের রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খড়্গেরা মেনে নিচ্ছেন?’’ ইন্ডিয়া জোট কেন রাজার মন্তব্য প্রসঙ্গে চুপ, তা নিয়েও প্রশ্ন তোলেন রবিশঙ্কর।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘দল ডিএমকে নেতার মন্তব্যের নিন্দা করছে। কংগ্রেস কখনওই তার সমর্থন করে না। আমাদের মতে রাম সকলের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন