Lok Sabha Election 2024

ডায়মন্ড হারবারে বাড়তি সতর্কতার দাবি কমিশনে

একমাত্র এই লোকসভা কেন্দ্রেই ত্রিস্তর পঞ্চায়েত ও পুরসভায় বিরোধীদের কোনও প্রতিনিধি নেই! তাই ভোটের দিন কমিশনের তরফে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন সিপিএমের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ০৬:৩৭
Share:

প্রচারে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান। —নিজস্ব চিত্র।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য নির্বাচনের দিন বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানাল সিপিএম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে সোমবার সিপিএমের প্রার্থী প্রতীক-উর রহমান এবং ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী তথ্য দিয়ে জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে ৪২২টি বুথে ভোটদানের হার ৯০% এবং ৪৪৫টি বুথে ৮০% ছাড়িয়েছিল। তার প্রায় সব ভোটই গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাক্সে। একমাত্র এই লোকসভা কেন্দ্রেই ত্রিস্তর পঞ্চায়েত ও পুরসভায় বিরোধীদের কোনও প্রতিনিধি নেই! তাই ভোটের দিন কমিশনের তরফে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন সিপিএমের প্রতিনিধিরা। তৃণমূল অবশ্য কটাক্ষ করেছে, প্রচারের ময়দানে সিপিএম নেই। তারা শুধু অভিযোগ করছে!

Advertisement

সিইও দফতরে দাবি জানানোর পরে শমীক বলেন, ‘‘কে কাকে ভোট দেবেন, পরের কথা। প্রথম কথা হল, নিজের ভোট যাতে প্রত্যেকে নিজেরা দিতে পারেন, তা নিশ্চিত করা। ডায়মন্ড হারবারে গত ১০ বছর জনতা নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক প্রার্থী বলে গোটা পুলিশ-প্রশাসন সেখানে শাসক দলের হয়ে ময়দানে নেমেছে বলে অভিযোগ করে প্রতীক-উরের দাবি, ‘‘ফলতায় বৈদ্যুতিন ভোট-যন্ত্র (ইভিএম) কমিশনিং-এ সিপিএমের কোনও প্রতিনিধিকে অংশই নিতে দেওয়া হয়নি। ফলতায় তৃণমূল সাংসদের সহযোগী জাহাঙ্গির কাউকে প্রচারই করতে দিচ্ছেন না। ভোটের দিন তিনি বিভিন্ন এলাকায় ভোটদাতাদের সন্ত্রস্ত করেন। এ বার জাহাঙ্গিরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে কমিশনকে।’’ রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল অবশ্য পাল্টা বলেছেন, ‘‘অভিযোগ করা বিরোধীদের কাজ। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবেন। আর সিপিএম কি আদৌ ময়দানে আছে? আমার বিধানসভায় ওদের তেমন প্রচারই দেখতে পাচ্ছি না। প্রচার করতে এসে বাধা পেলে আমায় জানালে আমি ব্যবস্থা নেব। কিন্তু ওরা তো প্রচারই করছে না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement