Lok Sabha Election 2024

‘মোদী হটাও’ স্লোগান দিয়ে বিজেপি-বিরোধী প্রচারে নামছে দেশ বাঁচাও গণ মঞ্চ

বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার করবে দেশ বাঁচাও গণ মঞ্চ। ভোটের ময়দানে নতুন সংগঠনের মুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৫২
Share:

‘মোদী হটাও’ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার করবে দেশ বাঁচাও গণ মঞ্চ। —নিজস্ব চিত্র।

‘মোদী হটাও’ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার করবে দেশ বাঁচাও গণ মঞ্চ। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মঞ্চের সদস্যেরা।

Advertisement

সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ‘‘আমরা চাই, দেশে গণতন্ত্র বেঁচে থাকুক। তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। সে কারণে এ বারের ভোটে যাতে বিজেপি কোনও ভাবেই জিততে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করা আমাদের লক্ষ্য হবে।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য জুড়ে তো বটেই, মোদীকে হারাতে যদি বাইরের কোনও রাজ্য থেকে আমাদের কাছে প্রচারে যাওয়ার প্রস্তাব আসে, তা হলে আমরা সেখানে গিয়েও বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার দাবি জানিয়ে আসব।’’

সাংবাদিক বৈঠকে হাজির পিডিএস নেতা সমীর পূততুণ্ড বলেন, ‘‘ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বাঁচিয়ে রাখতেই বিজেপিকে হারাতে হবে। তাই আমরা সবাই এই এক মঞ্চে হাজির হয়েছি। এ বার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে, দেশে আর কখনও নির্বাচন হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘একজন প্রধানমন্ত্রী সংসদ থেকে শুরু করে সর্বত্র বিভাজনের রাজনীতি কায়েম করে ভোটে জিততে চাইছেন। এর আগে কখনও ভারতের কোনও প্রধানমন্ত্রী এমনটা করেননি।’’

Advertisement

সম্প্রতি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ‘ঘৃণা’ ও সাম্প্রদায়িক বিভাজন লক্ষ করা গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অধ্যাপক পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২২ এপ্রিল রাজস্থানে বাঁশওয়াড়ার এক নির্বাচনী সভায় সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী। অথচ নির্বাচন কমিশনের সাহস হল না তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার। মোদীর নাম উল্লেখ না করে একটি মাত্র চিঠি পাঠানো হয় বিজেপি সভাপতিকে। তাই আমরা নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট হতে পারছি না।’’ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন চলচিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, কবি প্রসূন ভৌমিক প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন