Mamata Banerjee in Jalpaiguri

‘জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার কী ছিল আর এখন কী হয়েছে’! নির্বাচনী সভায় বললেন মমতা

ভোটের প্রচারে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর সভা জলপাইগুড়িতে। সপ্তাহখানেক আগেও তিনি সেখানে সভা করে গিয়েছেন। শনিবারই ফিরবেন কলকাতায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১২:৫৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:৪১ key status

মঞ্চে নাচ মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির সভা শেষে ইন্দ্রনীল সেনকে গান গাইতে বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ডেকে নেন মেয়েদের। তাঁদের হাত ধরে গানের তালে তালে পা মেলান মমতা নিজে। 

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:৩৩ key status

ক্যাফেকাণ্ড নিয়ে মমতা

বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে দু’জনকে গ্রেফতার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। ওরা বলল বাংলা নিরাপদ নয়। ভুলে গেছে, বেঙ্গালুরু আলাদা বাংলা আলাদা। ওদের বাড়ি কর্নাটকে। দু’ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়ে ছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে।’’

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:৩০ key status

শাহকে আক্রমণ

বালুরঘাটে অমিত শাহের সভাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘মুসলিম, রাজবংশী, হিন্দু, তফসিলি, আদিবাসী, খ্রিস্টানদের বিয়ের নানা পদ্ধতি আছে। কোনও ঐতিহ্য থাকবে না। সব কেড়ে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেলেন, সবাইকে লটকে দেবেন।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:২৭ key status

১৫ লাখ কোথায় গেল?

জলপাইগুড়িতে প্রচারে গিয়ে মোদীর ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা। বললেন, ‘‘আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:২২ key status

‘ইন্ডিয়া’ নিয়ে মমতা

‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রে আমরা সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে নয়। দেশের ক্ষেত্রে বিষয়টা আমরা আলাদা করে বুঝে নেব। এখানে ওরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:২২ key status

কেন বাংলা থেকে টাকা নিয়ে যান?

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘আপনারা বলছেন বাংলাকে টাকা দেবেন না। তাহলে আমাদের থেকেও টাকা নেবেন না। কেন বাংলা থেকে টাকা নিয়ে যান?’’ গত পাঁচ বছরে কেন্দ্র বাংলা থেকে জিএসটি বাবদ ৬,৮০,০০০ কোটি টাকা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:১৪ key status

সন্দেশখালি নিয়ে মমতা

জলপাইগুড়িতে গিয়ে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বলেন, ‘‘ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:০৪ key status

আক্ষেপের সুর মমতার

বিধানসভায় তৃণমূলের হার নিয়ে আক্ষেপ করেন মমতা। বলেন, ‘‘বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলেন। ওঁর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। এটা আমার দুঃখ। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ আমরা করেছি।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:০২ key status

তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন?

দীর্ঘমেয়াদি ভোট নিয়ে জলপাইগুড়িতে হতাশার কথা জানান মমতা। বলেন, ‘‘তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:০০ key status

১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেই থাকব

জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, ‘‘গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১২:৫৬ key status

জলপাইগুড়িতে ভোটের প্রচার

জলপাইগুড়িতে নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে এটি তাঁর দ্বিতীয় সভা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement