Lok Sabha Election 2024

সন্দেশখালির প্রসঙ্গ টেনে বিরোধীদের তুলোধোনা অভিষেকের

দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ২০০০ টাকা করে এখানকার মহিলাদের দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করানো হয়েছে।

নির্মল বসু 

শেষ আপডেট: ২৭ মে ২০২৪ ০৯:৪২
Share:

Sourced by the ABP

বসিরহাট লোকসভা কেন্দ্রের ফল ৪ মে প্রকাশ হয়ে গিয়েছে বলে বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাখ্যা, ‘‘ওই দিন সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি বলেছেন, কোনও ধর্ষণ সন্দেশখালিতে হয়নি। দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ২০০০ টাকা করে এখানকার মহিলাদের দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করানো হয়েছে।’’ অভিষেকের মতে, ‘‘এই ঘটনা যখন বসিরহাটের মানুষ দেখেছেন, সে দিনই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, মিথ্যাবাদী বিজেপিকে পরাস্ত করবেন।’’ তাঁর কথায়, ‘‘এ বারের নির্বাচনে বিজেপির প্রার্থী রেখা পাত্র তো নিজেই অভিযোগ করেছেন, যাঁরা রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির প্রতিবাদী মুখ হয়ে গিয়েছিলেন, তাঁদের চেনেন না। তাঁরা সন্দেশখালির মানুষই নন।’’ বিজেপি নেতা গণেশ ঘোষ পরে বলেন, ‘‘পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল নেতারা উল্টোপাল্টা বলা শুরু করেছেন। আমরা ওঁদের কথায় কোনও গুরুত্ব দিই না।’’

এ দিন অভিষেকের সভায় দেখা যায়নি স্থানীয় তৃণমূল বিধায়ক আব্দুর রহিম দিলুকে। কিছু দিন ধরেই দলের প্রচারে সে ভাবে চোখে পড়ছিল না তাঁকে। অভিষেকের সভায় তাঁর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। অভিষেক অবশ্য মঞ্চ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করেননি। ফোন ধরেননি দিলু। ফলে তাঁর প্রতিক্রিয়া মেলেনি। তবে দলের একাংশের মতে, গোষ্ঠীকোন্দলের ফলেই দিলু নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন