Lok Sabha Election 2024

ভোট আসতেই উত্তপ্ত সুন্দরবন, গোসাবায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুরুতর আহত তিন, গ্রেফতার দুই

দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। যদিও তৃণমূল বা বিজেপি একে অন্যের উপর হামলা করার অভিযোগ মানতে চায়নি। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

গোসাবা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১০:১৮
Share:

আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে নেতারা। — নিজস্ব চিত্র।

লোকসভা ভোট আসতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। কুমিরমারিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার অভিযোগ পদ্মশিবিরের। ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ভোটের বাদ্যি বাজতেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে সুন্দরবন। দোলের দিন গোসাবা ব্লকের কুমিরমারিতে বুবাই মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বন্দুকের বাঁট দিয়ে মেরে বুবাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তৃণমূলের অভিযোগ, ছোট মোল্লাখালি অঞ্চলে তৃণমূলের সভাপতি অঙ্কন মণ্ডলকে খুনের চক্রান্ত করে হামলা চালিয়েছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সুন্দরবন কোস্টাল থানায় বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। বিজেপির অভিযোগ, দোলের দিন, সোমবার বিকেলে বিজেপি কর্মীরা এলাকায় পতাকা, পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন গিয়ে তাঁদের উপর হামলা করে। তৃণমূলের মারে দুই বিজেপি কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি।

পুলিশ ঘটনার তদন্তে নেমে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন