এই তো তোমার ভোট

...‘এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত/এই তো তোমার ভোট’। মাত্র কয়েক দিন আগেই আনন্দবাজার ওয়েবসাইটের জন্য কলম ধরেছিলেন শ্রীজাত। আর বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ডোমকলে বিরোধী দলের এক নির্বাচনী এজেন্টকে যে ভাবে কুপিয়ে গুলি করে খুন করা হল, কেতুগ্রামে যে ভাবে বিরোধী দলের আর এক সমর্থকের কান কেটে নেওয়া হল, যে ভাবে রক্তাক্ত হল তৃতীয় দফার নির্বাচন তাতে এই কবিতাটি আবার বড় বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

Advertisement

শ্রীজাত

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০০:০০
Share:

...‘এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত/এই তো তোমার ভোট’। মাত্র কয়েক দিন আগেই আনন্দবাজার ওয়েবসাইটের জন্য কলম ধরেছিলেন শ্রীজাত। আর বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ডোমকলে বিরোধী দলের এক নির্বাচনী এজেন্টকে যে ভাবে কুপিয়ে গুলি করে খুন করা হল, কেতুগ্রামে যে ভাবে বিরোধী দলের আর এক সমর্থকের কান কেটে নেওয়া হল, যে ভাবে রক্তাক্ত হল তৃতীয় দফার নির্বাচন তাতে এই কবিতাটি আবার বড় বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

Advertisement

চাই যে তবু পাইনে ছুঁতে

হাজার লোকের বাজার বুথে

Advertisement

আঙুল বাড়াই কলঙ্কে আর সামলে রাখি ঠোঁট –

এই তো তোমার ভোট।

সকালবেলার সহজ শিকার

আগলে রাখা ভোটাধিকার

মুখের কাছে আলতো হাসি, বুকের নীচে চোট –

এই তো তোমার ভোট।

তবুও ছুটি এই অছিলায়

বিশ্বাসে যে বস্তু মিলায়,

কিন্তু কোথায়? জলে-ডাঙায় বাঘ-কুমিরের জোট –

এই তো তোমার ভোট।

একজিটে যে পোল-এর কথা,

সম্ভাবনার নীরবতা,

সব ছাপিয়ে তোমারই জিত, অধুনা মূলস্রোত –

এই তো তোমার ভোট।


অলঙ্করণ: সুমন চৌধুরী

আমরা কেবল খেলনাবাটি

যেদিক বলো, সেদিক হাঁটি

বিরুদ্ধে যে বলবে কথা, ক’জন আছে মোট?

এই তো তোমার ভোট।

সন্ধে নামে কোথাও কোনও...

যুদ্ধশেষে আসন গোনো

এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত –

এই তো তোমার ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন