‘ভয় পেয়েছে তৃণমূল, তাই নির্লজ্জ রিগিং, এতে লাভ হয় না’

এতই যদি আত্মবিশ্বাস তৃণমূলের, তা হলে এমন ‘নির্লজ্জ রিগিং’ করতে হয় কেন? প্রশ্ন বাবুল সুপ্রিয়র। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে বাবুলের দাবি, ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০১:৩৭
Share:

এতই যদি আত্মবিশ্বাস তৃণমূলের, তা হলে এমন ‘নির্লজ্জ রিগিং’ করতে হয় কেন? প্রশ্ন বাবুল সুপ্রিয়র। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে বাবুলের দাবি, ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

১৯ মে কী অপেক্ষা করছে বাংলার ভাগ্যে? আগাম মন্তব্য করতে রাজি নন বাবুল। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘মানুষ যখন একা ইভিএম-এর সামনে গিয়ে দাঁড়াবেন, তখন তিনি ঠিক কী ভাববেন আর কী করবেন, তা বোঝা কারও পক্ষে সম্ভব নয়।’’ কিন্তু মানুষ কি একা একা দাঁড়াতে পারছেন ইভিএম-এর সামনে? এ বার আর রাখঢাক করলেন না বাবুল। স্বীকার করলেন, ভোট অবাধ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘শাসক দল মুখে আত্মবিশ্বাস দেখাচ্ছে। বলছে আমরা সরকার গড়বই। কিন্তু আসলে ভয় পেয়েছে। তাই এই রকম নির্লজ্জ রিগিং করছে।’’ তবে পতন যদি নিশ্চিত হয়, তা হলে কোনও রিগিং-এ লাভ হবে না বলে দাবি বিজেপি নেতার। টেনে আনলেন আসানসোল থেকে তাঁর অবিশ্বাস্য জয়ের প্রসঙ্গও। বললেন, ‘‘আসানসোলে ১৮০০-র কিছু বেশি বুথ। ১১০০-র মতো বুথে এজেন্ট বসাতে পেরেছিলাম। ৭০০ বুথে এজেন্টই বসতে দেয়নি। কিন্তু সিপিএমের সিটিং এমপি আর দিদির হেভিওয়েট প্রার্থী দোলা সেনকে যে হারাবেন, সেটা আসানসোলের মানুষ ঠিক করে নিয়েছিলেন। তাই ৭০০ বুথে আমার এজেন্ট না থাকা সত্ত্বেও আমাদের জয় আটকানো যায়নি।’’

দেখুন ভিডিও

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন