কান্তি গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচারে নামছেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রাক্তন সচিব অর্ধেন্দু সেন। প্রথমে ঠিক ছিল, নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর হয়েই প্রচারে নামবেন অর্ধেন্দুবাবু। কিন্তু এখন সেই গণ্ডি ভেঙে জোটের প্রার্থী, সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের হয়েও প্রচার করবেন তিনি। অর্ধেন্দুবাবু বলেন, ‘‘আড়াই বছর কান্তিবাবুর সঙ্গে সুন্দরবন দফতরে কাজ করেছি। ওঁকে ব্যক্তিগত ভাবে চিনি। তাই ওঁর হয়ে প্রচারের সিদ্ধান্ত নিই।’’