বীরভূমের আশিস কামারহাটিতে, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’!

বীরভূমে গুড়বাতাসা পর্ব শেষ। তাই বলে কি ভোট মরশুমে চুপচাপ ঘরে বসে থাকতে পারেন তৃণমূলের ‘দামাল’রা? বীরভূমের তৃণমূল নেতা এ বার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে হাজির ভোটারদের গ্লুকোজ খাওয়াতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১৩:২১
Share:

আশিস দে

বীরভূমে গুড়বাতাসা পর্ব শেষ। তাই বলে কি ভোট মরশুমে চুপচাপ ঘরে বসে থাকতে পারেন তৃণমূলের ‘দামাল’রা? বীরভূমের তৃণমূল নেতা এ বার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে হাজির ভোটারদের গ্লুকোজ খাওয়াতে। কলকাতা লাগোয়া এই কেন্দ্রে বুথের সামনে চেয়ার-টেবিল পেতে ভোটারদের গ্লুকোজ খাওয়াতে দেখা গেল বীরভূমের তৃণমূল নেতা আশিস দে-কে। বললেন, ‘‘কামারহাটির মানুষকে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখতে গ্লুকোজ খাওয়াচ্ছি।’’

Advertisement

২০১২ সালে বীরভূমের একটি নার্সিং হোমের মধ্যে রিভলভার উঁচিয়ে হুমকি দিতে দেখা গিয়েছিল আশিস দে-কে। পরে বিভিন্ন সময় আশিসকে নিয়ে যখনই বিতর্ক দেখা দিয়েছে, বীরভূম জেলা তৃণমূল বলেছে, আশিস দে তৃণমূলের কেউ নন। কিন্তু আশিসবাবু তৃণমূল প্রভাবিত পুর কর্মচারী সংগঠনের রাজ্য সম্পাদক। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে সামনের সারিতেই দেখা যায়। এ দিন কামারহাটিতে তাঁর উপস্থিতি প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন।

অভিযুক্ত তৃণমূল নেতা নিজে অবশ্য এতে কোনও বিতর্কের কারণ দেখছেন না। বলছেন, ‘‘কেষ্টর গুড়বাতাসা আর আমার গ্লুকোজ।’’ বীরভূমে হোক বা উত্তর ২৪ পরগনায়, সর্বত্রই ভোটারদের ঠান্ডা রাখার দায়িত্ব যে তাঁরই, সে কথা বেশ জোর দিয়েই বলছেন আশিস। বললেন, ‘‘দিল্লি থেকে সিদ্ধার্থনাথ সিংহ, সীতারাম ইয়েচুরিরা যদি বাংলায় আসতে পারেন, তা হলে আমার কামারহাটিতে এসে ভোট করাতে বাধা কোথায়?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন