হালিশহরের সেই শিশুটির পাশে দাঁড়ালেন দীনেশ, অস্বস্তি বাড়ল তৃণমূলের

রাজ্যে বিধানসভা ভোটপর্ব চলার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিলেন দলের এক সাংসদ দীনেশ ত্রিবেদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ২৩:০২
Share:

রাজ্যে বিধানসভা ভোটপর্ব চলার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিলেন দলের এক সাংসদ দীনেশ ত্রিবেদী। বললেন, ‘‘আমার হৃদয় ওই শিশুটার দিকেই। ওই ধরনের জঘন্য কাজ যে-ই করে থাকুক, তার কঠোর শাস্তি পাওয়া উচিত। আমি ওই শিশু আর পরিবারটির পাশেই দাঁড়াব। আমার পক্ষে ওদের যতটা সাহায্য করা সম্ভব, করব। আমি ওই শিশুটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’’

Advertisement

কয়েক দিন আগে হালিশহরে তিন বছরের শিশু কন্যাকে নিয়ে তাঁর মা ভোট দিতে গেলে, তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেসের জনাকয়েক কর্মী, সমর্থক। তাতে জখম হয় তিন বছরের শিশুটিও।

আরও পড়ুন- মোদীর ‘আচ্ছে দিন’-এর ছোটাছুটিতে কাহিল এয়ার ইন্ডিয়া!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement