সিন্ডিকেট রমরমার জলজ্যান্ত প্রমাণ ভাঙা উড়ালপুল, তোপ মোদীর

সিন্ডিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। আগের দফায় নির্বাচনী প্রচারে এসেও সিন্ডিকেট প্রশ্নে মুখ্যমন্ত্রীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। এ দফায় আবার বিঁধলেন। বললেন, পাঁচ বছরে বাংলায় শুধু সিন্ডিকেট সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ১৯:০৪
Share:

—ফাইল চিত্র

সিন্ডিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। আগের দফায় নির্বাচনী প্রচারে এসেও সিন্ডিকেট প্রশ্নে মুখ্যমন্ত্রীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। এ দফায় আবার বিঁধলেন। বললেন, পাঁচ বছরে বাংলায় শুধু সিন্ডিকেট সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল। সেই সংস্কৃতিরই প্রমাণ হল বিবেকানন্দ সেতুর বিপর্যয়।

Advertisement

কৃষ্ণনগর এবং কলকাতা, দুই জনসভাতেই নরেন্দ্র মোদী দুর্নীতির প্রশ্নে এ দিন তীব্র আক্রমণ করেন তৃণমূলকে। সারদা কাণ্ড দিয়ে আক্রমণের শুরু। নারদ স্টিং হয়ে সিন্ডিকেট প্রসঙ্গে আক্রমণ শেষ। ক্যামেরায় কী ভাবে টাকা নিতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের, সে কথা এ দিন আবার বলেন মোদী। তিনি বলেন, ‘‘গোটা দেশ দেখল, ক্যামেরার সামনে বাংলার ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা শুধু টাকাপয়সার দেওয়া নেওয়া নয়। এটা বাংলার ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া।’’

এর পরেই সিন্ডিকেটের প্রসঙ্গে চলে যান মোদী। তিনি বলেন, ‘‘টেন্ডার কে পাবে, তা নিয়ে গোপন বোঝাপড়া হচ্ছে, মালপত্র কে সরবরাহ করবে, তা নিয়ে গোপন বোঝাপড়া হচ্ছে, কে কত টাকা ভাগে পাবে, তা নিয়ে কথা হচ্ছে।’’ প্রধানমন্ত্রী সুর আরও চড়িয়ে বলেন, ‘‘এটা পাঁচ, পঞ্চাশ বা একশো কোটি টাকার প্রশ্ন নয়। এটা আপনাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা।’’ বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়া নিয়ে ফের তৃণমূলকে দায়ী করে প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘পাঁচ বছরে এ রাজ্যে শুধু সিন্ডিকেট সংস্কৃতির জন্ম দিয়েছে তৃণমূল। বিবেকানন্দ উড়ালপুলের ভেঙে পড়া সেই সিন্ডিকেট সংস্কতির জ্বলন্ত উদাহরণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement