ঝটতি এসে পরিস্থিতি বুঝলেন চৌহান

দুই শিল্পশহরে ঝটিকা সফর করে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক নরেন্দ্র চৌহান। ঘণ্টা চারেকের মধ্যে এই দুই শহরে মহকুমা প্রশাসন ও নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁর দলের সদস্যেরা আসানসোলে কয়েকটি বুথ ঘুরে দেখেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল ও দুর্গাপুর শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০১:৪০
Share:

আসানসোলে নরেন্দ্র চৌহান। নিজস্ব চিত্র।

দুই শিল্পশহরে ঝটিকা সফর করে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক নরেন্দ্র চৌহান। ঘণ্টা চারেকের মধ্যে এই দুই শহরে মহকুমা প্রশাসন ও নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁর দলের সদস্যেরা আসানসোলে কয়েকটি বুথ ঘুরে দেখেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুরুলিয়া থেকে আসানসোলে পৌঁছন চৌহান। প্রথমে তিনি আসানসোল সার্কিট হাউসে তাঁর দলের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন। গত শনিবার থেকেই আসানসোলে রয়েছেন এই বিশেষ পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য মধুসূদন গুপ্ত। পরে আসানসোলের মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বিশেষ পর্যবেক্ষক। ঘণ্টা দেড়েক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ে তিনি বলেন, ‘‘মহকুমা প্রশাসন ও আমার পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বিশদে আলোচনা হয়েছে। আমি কয়েকটি বিষয়ের উপরে নজর দেওয়ার পরামর্শ দিয়েছি। এখনও পর্যন্ত আমরা সন্তুষ্ট।’’ তিনি আরও জানান, তাঁর দলের সদস্যেরা আসানসোলের কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসানসোলের মরিচকোটা, রঘুনাথবাটি, মুর্গাসোলের কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র নিয়ে কমিশনের কাছে অভিয়োগ জমা পড়েছিল। বিশেষ পর্যবেক্ষক দলের সদস্যেরা সেই সব কেন্দ্র পরিদর্শন করেছেন। মহকুমাশাসক জানান, পর্যবেক্ষকেরা রানিগঞ্জ ও জামুড়িয়ার কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রও পরিদর্শন করবেন। তিনি বলেন, ‘‘পর্যবেক্ষকদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ পেয়েছি। সেই মতো কাজ করছি।’’

Advertisement

আসানসোল থেকে দুপুরে দুর্গাপুরে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক চৌহান। সেখানে তিনি তাঁর পর্যবেক্ষক দলের সদস্য, মহকুমা ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে নিজে কোনও ভোটগ্রহণ কেন্দ্র বা এলাকা পরিদর্শনে যাননি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাঁর সঙ্গে কী আলোচনা হয়েছে বা তিনি প্রশাসনিক আধিকারিকদের কী পরামর্শ দিয়েছেন, তা ২৫ মার্চ জানানো হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের একটি সূত্রের খবর, এ দিন বিশেষ পর্যবেক্ষকের রানিগঞ্জ ও জামুড়িয়ায় পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত যাননি। দুর্গাপুর থেকে বর্ধমানে রওনা হওয়ার আগে চৌহান বলেন, ‘‘ভোটার ও নানা রাজনৈতিক দলের থেকে কিছু অভিযোগ মিলেছে। সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আধাসেনা থাকবে সব বুথে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন