ভোটের টুকিটাকি

ভোটের মুখে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাতে নন্দনপুরের হাঁপুনিয়ার ভিখারিপাড়া মোড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মজিরুদ্দিন মণ্ডল ওরফে ধোলুর গাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০৩:১০
Share:

ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভোটের মুখে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাতে নন্দনপুরের হাঁপুনিয়ার ভিখারিপাড়া মোড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মজিরুদ্দিন মণ্ডল ওরফে ধোলুর গাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শনিবার সকালে সত্যেন রায় অনুগামী মজিরুদ্দিন ওরফে ধোলুবাবু, বিপ্লব মিত্র অনুগামী এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি নুরুল ইসলাম-সহ ২২ জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও গাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ করেছেন। পরিস্থিতি সামলাতে সোমবার নন্দনপুরে সভা করবেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

টাকা আটক কমিশনের

বিধানসভা ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের দল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার টাকা আটক করেছে। তার মধ্যে কলকাতার বড়বাজার এলাকায় দু’জনের কাছ থেকে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬ জনের কাছ থেকে আরও ৮৭ লক্ষ টাকা মিলেছে। যাঁদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তাঁরা কেউই টাকার উৎস এবং কী ভাবে তা খরচ করা হবে তা স্পষ্ট করে জানাতে পারেননি।

উদয়নের ইস্তফা

অবশেষে বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন উদয়ন গুহ। শনিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তাঁর পদত্যাগ পত্র তুলে দেন। ৩১ অক্টোবর তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। এত দিন পরে কেন পদত্যাগ? তার জবাবে উদয়নবাবুর দাবি, আগে পদত্যাগ করলে দিনহাটা বিধায়ক হারাত। সে জন্যই এই সময়টাকে বেছে নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন