West Bengal Assembly Election 2021

Bengal Polls: ​​​​​​​কমিশনে বিধিভঙ্গের নালিশ শাহের বিরুদ্ধে

অশোকবাবুর মতে, ভোট পাওয়ার জন্য কোনও সম্প্রদায় বা জাতের কথা টানা যায় না কিন্তু শাহ সেটাই করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ০৭:০১
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

বাংলায় ভোটের প্রচার করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত দু’বার নির্দিষ্ট ভাবে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল ‘সেভ ডেমোক্র্যাসি’। ওই মঞ্চের সভাপতি তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর মারফত মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। অশোকবাবুদের বক্তব্য, দার্জিলিঙের লেবঙে সভা করতে গিয়ে শাহ বলেছিলেন, সিএএ বা এনআরসি-র প্রভাব নেপালি সম্প্রদায়ের উপরে পড়বে না। গোর্খাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও বিজেপি ক্ষমতায় এলে প্রত্যাহার করে নেওয়া হবে। আবার তেহট্টের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, মতুয়াদের তাঁরা নাগরিকত্ব পাইয়ে দেবেন। অশোকবাবুর মতে, ভোট পাওয়ার জন্য কোনও সম্প্রদায় বা জাতের কথা টানা যায় না কিন্তু শাহ সেটাই করেছেন। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তীর বক্তব্য, ‘‘আদর্শ আচরণবিধি তৈরি করেছে কমিশনই। সেই বিধি ভাঙার দায়ে কমিশন ব্যবস্থা না নিলে তাদের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন