Aishe Ghosh

Bengal Polls: ঐশী ঘোষের সভায় ‘জয় শ্রীরাম’ স্লোগান, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে কোলিয়ারি এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুরিয়া শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:১৯
Share:

জামুরিয়া সিপিএমের সভায় বিজেপি-র ‘বিশৃ্ঙ্খলা’। নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের নিউ সাতগ্রাম কোলিয়ারির দুর্গামন্দিরের কাছে ঐশী ঘোষের সমর্থনে চলছিল সভা। অভিযোগ, সেই সময় দলীয় পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে কোলিয়ারি এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন সিপিএম নেতৃত্ব।

Advertisement

জামুরিয়া কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী। তাঁর সমর্থনে মঙ্গলবার রাতে সভা চলার সময় মঞ্চে বক্তৃতা করছিলেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সে সময়ই বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বলে অভিযোগ। এই ঘটনার সময় সভাস্থলে উপস্থিত ছিলেন কয়লা শ্রমিক এবং তাঁদের পরিবারের লোকেরা। বিজেপি কর্মীদের ওই আচরণ ঘিরে ক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরাও। পরিবেশ একটু শান্ত হলে সেখানে বক্তৃতা শুরু করেন ঐশী। এ নিয়ে সিপিএম নেতা মনোজ দত্ত বলেছন, ‘‘আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে পথসভা করছিলাম। তখন বিজেপি কর্মীরা স্লোগান দেওয়ার পাশাপাশি প্ররোচনামূলক কথাবার্তা বলতে থাকে। পুলিশ সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছিল।’’

এই ঘটনার ছবি, ভিডিয়ো-সহ লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পশ্চিম বর্ধমানের পুলিশ কমিশনারকে ঘটনার কথা জানানো হয়েছে। এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ। এর প্রতিবাদে বুধবার সকালে জামুরিয়া থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিজেপি প্রার্থী তাপস রায়। এই ঘটনা নিয়ে তিনি বলেছেন, ‘‘ওরা নাটক করছে। ওদের নাটক নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন