Bengal Polls: এ বার করোনা আক্রান্ত বড়ঞা বিধানসভার কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার

শিলাদিত্যর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বুধবার রিপোর্ট হাতে পান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২০:০৯
Share:

শিলাদিত্য হালদার। নিজস্ব চিত্র

ভোটের মুখে করোনা আক্রান্ত হলেন মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার। একথা নিজেই জানিয়েছেন প্রার্থী। সেইসঙ্গে ভিডিয়ো বার্তায় জন সাধারণকেও কোভিড বিধি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন তিনি।

Advertisement

শিলাদিত্যর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বুধবার রিপোর্ট হাতে পান তিনি। জানা যায়, তাঁর করোনা পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন জানতে পেরে নিভৃতাবাসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিলাদিত্য। তাঁর করোনা ধরা পড়ার খবর পেয়ে, নিভৃতাবাসে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। শিলাদিত্য অসুস্থ হওয়ায় চিন্তিত জেলা কংগ্রেস নেতৃত্বও। আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট বড়ঞা অসনে।

কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীরও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন