Forward Bloc

Bengal Polls: দুই কেন্দ্রে নোটায় ভোটের প্রচারপত্র দিচ্ছে ফব

ফব-র অভিযোগ, পুরুলিয়া জেলায় জোট ভঙ্গকারী কংগ্রেসকে বলরামপুর ও পুরুলিয়া কেন্দ্রে একটি ভোট দেওয়া উচিত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ০৬:০৮
Share:

—প্রতীকী ছবি।

সংযুক্ত মোর্চায় থাকলেও পুরুলিয়া জেলায় কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের ভোট ঘিরে দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। ভোটের এক সপ্তাহ আগে সংযুক্ত মোর্চার সমর্থনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করা পুরুলিয়া ও বলরামপুর কেন্দ্রে নোটায় (নান অব দ্য অ্যাবাভ) ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারপত্র ছড়াচ্ছে ফরওয়ার্ড ব্লক। ফব-র পুরুলিয়া জেলা কমিটির তরফে ছাপানো ওই প্রচারপত্র ঘিরে দু’দলে নতুন করে তরজা শুরু হয়েছে।

Advertisement

ফব-র অভিযোগ, পুরুলিয়া জেলায় জোট ভঙ্গকারী কংগ্রেসকে বলরামপুর ও পুরুলিয়া কেন্দ্রে একটি ভোট দেওয়া উচিত নয়। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দলীয় কর্মীরা প্রচারে নেমেছেন। ফব রাজ্যে সংযুক্ত মোর্চার জোটে থাকলেও এই দুই কেন্দ্রে কংগ্রেসের বিরোধিতা করে কেন রাস্তায় নামতে হল?

দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিংহ বলেন, ‘‘জয়পুর আমাদের জন্য বরাদ্দ করা আসন ছিল। কিন্তু জয়পুরে জোটের শর্ত ভেঙে কংগ্রেস প্রার্থী দিয়েছে। সে কারণেই আমরা পুরুলিয়া ও বলরামপুরে কংগ্রেসের বিরোধিতা করছি।’’ উল্লেখ্য, এই দুই কেন্দ্রে ফব-র কোনও প্রার্থী নেই। অসীমবাবু বলেন, ‘‘আমরা নকল ভোটপত্র ছাপিয়েছি। পুরুলিয়া ও বলরামপুর কেন্দ্রে ইভিএমে নোটায় আমরা ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

Advertisement

কিন্তু বাঘমুণ্ডি কেন্দ্রে কংগ্রেস দাবিদার হওয়া স্বত্ত্বেও ফব-র প্রার্থী দেবরঞ্জন মাহাতোর নামে আগে ওই কেন্দ্রে দেওয়াল লেখা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। তারপরেই তারা জয়পুরে প্রার্থী দিয়েছে বলে দাবি। যদিও অসীমবাবু পাল্টা দাবি, ‘‘কংগ্রেস জয়পুরে প্রার্থী দিতই। কারণ ভোট ঘোষণার আগে জয়পুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে এনে সভা করিয়েছে কংগ্রেস। জয়পুর আমাদের আসন হওয়া সত্ত্বেও ওই আসনের দাবিতে অনড় থেকেছে তারা। আমরা ওই দুই কেন্দ্রে কংগ্রেসের বিরোধিতায় নোটাতে ভোট দেওয়ার আহ্বান জানাতে প্রয়োজনে শিবির করব।’’

পুরুলিয়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা বলরামপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ফব নেতৃত্ব যাই আবেদন করুক, তৃণমূল ও বিজেপির প্রচারের ঢক্কা নিনাদে মানুষের মূল সমস্যা চাপা পড়ে যাচ্ছে। মানুষ চান তাদের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা হোক, সমাধান হোক। আমার বিশ্বাস, ফব সমর্থকেরাও আমাদের ভোট দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন