West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে তোপ: ‘বিজেপি-র কথা শুনে চলছে কমিশন, আমি মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি’, বললেন মমতা

করোনার জন্য ভয় পেয়ে ভোট দেওয়া বন্ধ করবেন না। সুরক্ষাবিধি মেনেই ভোট দিন। কলকাতায় বললেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৩:৫৭
Share:

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:১২

এই নির্বাচন কমিশন থাকলে গণতন্ত্র থাকবে না: মমতা

ভেবেছিলাম হয়তো নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হবে। কিন্তু হয়নি। একটা লিস্ট করেছে নির্বাচন কমিশন কলকাতা পুলিশকে দিয়ে। তাতে তৃণমূল গুনস মানে তৃণমূলের গুণ্ডা বলে উল্লখ করছে ওরা। তাদের গ্রেফতারির তালিকাও করেছে। এসব আমরা সহ্য করব না।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:০৬

আমার রাজ্যের পুলিশের উপর ওদের ভরসা নেই: মমতা

আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই ওদের। বাইরে থেকে পুলিশ এনেছে। আর এখানে যারা বিজেপির সমর্থক সেই সব পুলিশকে নেওয়া হচ্ছে।  কী ভাবে ওরা? আমরা কিছু জানি না! সব খেয়াল রাখছি : মমতা

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:৪২

করোনাকে ভয় পেয়ে ভোট দেওয়া বন্ধ নয় : মমতা

কোভিডের জন্য ভয় পেয়ে ভোট দেওয়া বন্ধ করবেন না। তাতে গণতন্ত্রের ক্ষতি হবে। বিজেপির লাভ হবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আমাদের এখন দু’দিকেই জ্বালা। একদিকে কমিশন সব জায়গা দখল করে রেখেছে। কেন্দ্রীয় বাহিনী কলেজ, স্কুল, স্টেডিয়াম সব দখল করে রেখেছে। তার জন্য আমি সেফ হাউস করতে পারছি না। একদিকে কোভিড, অন্যদিকে  আমাদের উপর জুলুম হচ্ছে।’’ 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:৩৪

মাদ্রাজ হাই কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি: মমতা

মাদ্রাজ হাই কোর্ট বলেছে নির্বাচ কমিশন দায় এড়াতে পারে না। সংক্রমণ ছড়ানোর জন্য নির্বাচন কমিশন অনেকাংশ দায়ী। আমি এই রায়কে সমর্থন করছি। আমি অনেকবার বলেছি, কমিশনকে বিভিন্ন দফার ভোটকে একসঙ্গে  যোগ করে ভোট করান। কমিশন  শোনেনি। কী করে শুনবে ওদের তো বিজেপি-র কথা শুনতে হবে। বিজেপি-র মণ্ডল অনুযায়ী ভোট করাতে হবে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:২৫

কেন্দ্রীয় বাহিনী এসে এখানে জায়গা দখল করে রয়েছে: মমতা

কেন্দ্রীয় বাহিনী এখানে এসে জায়গা দখল করেছে। তিন মাস ধরে ওদের এখানে এনে জায়গা ভরিয়ে রেখেছে বিজেপি। ওদের জন্য এই করোনা পরিস্থিতিতেও সেফ হাউস করতে পারছি না। কমিশনকে আমার অনুরোধ, ‘‘দয়া করে এদের নিয়ে যান।’’

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:২১

নন্দীগ্রামে ১০টা বুথ খারাপ হতে পারে: মমতা

‘‘নন্দীগ্রামে ১০টা বুথে রিগিং হয়েছে। তাই ওই ১০া বুথে ফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা’’ বললেন মমতা। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:১৮

বদল চাই না, কারণ আমাদের সরকারই তো থাকছে : মমতা

আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। কিন্তু এখন বলছি বদল নয়। কারণ আমাদের সরকারই তো থাকবে। তবে বিজেপি-র সঙ্গে কী করতে হবে সেটা আমরা দেখে নেব। আমি বলে রাখছি, মা মাটি মানুষের সরকার সম্পূর্ণ মেজরিটি নিয়ে জিতবে : মমতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:১০

এত ভিতু এরা কাল কেষ্টর বাড়িতে গেছে : মমতা

অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের কর্তার যাওয়া নিয়ে অভিযোগ জানালেন মমতা। বললেন, ‘‘বিজেপি এত ভীতু যে কেষ্টর বাড়িতে গিয়েছিল। দু’জন সিবিআই কর্তা গিয়ে বলেছে ২৭ এপ্রিল হাজিরা দিতে হবে। যেন ওর কোনও কাজ নেই। রাজ্যে ভোট চলছে। ও জেলা সভাপতি। ওকে এখন হাজিরা দিতে হবে?’’ অনুব্রতকে হাজিরা দিতে বারণ করেছেন বলে জানিয়েছেন মমতা। বললেন, ‘‘ আমি ওকে বলেছি একদম যাবি না। ভোট মিটলে তারপর যাবি।’’

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:০০

আমাদের অক্সিজেন অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে : মমতা

শিল্পক্ষেত্রের অক্সিজেন নিয়ে ৫০০০ অক্সিজেনের ব্যবস্থা করেছি। মোদী আত্মনির্ভর হতে বলছেন। এদিকে দেশে অক্সিজেন নেই, টিকা নেই, ওষুধ নেই, কী করে আত্মনির্ভর হবে ভারত? : মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement