Jaya Bachchan

Bengal Polls: নিজস্বী তোলার চেষ্টা করতেই ধাক্কা, হাওড়ায় প্রচারে গিয়ে মেজাজ হারালেন জয়া

আগামী শনিবার চতুর্থ দফায় হাওড়া শহরের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৮:২৫
Share:

‘রোড শো’-র সময় তৃণমূল সমর্থককে এ ভাবেই ধাক্কা দেওয়ার অভিযোগ জয়া বচ্চনের বিরুদ্ধে। নিজস্ব চিত্র।

হাওড়ায় তৃণমূলের ভোটের প্রচারে গিয়ে মেজাজ হারালেন জয়া বচ্চন। বৃহস্পতিবার দুপুরে উত্তর হাওড়ায় তৃণমূলের ‘রোড শো’ চলাকালীন এক উৎসাহী সমর্থক জয়ার গাড়ির পাশে এসে পা-দানিতে উঠে নিজস্বী তোলার চেষ্টা করছিলেন। ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, সে সময় সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী ওই ব্যক্তির মাথায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই ব্যক্তিকে।

Advertisement

ইতিমধ্যেই নেটামাধ্যমে ছডি়য়ে পড়ছে সেই ভিডিয়ো ফুটেজ। যদিও আনন্দবাজার ডিজিটালের তরফে ওই ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি।

আগামী শনিবার চতুর্থ দফায় হাওড়া শহরের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। তাই অন্তিম প্রচারে ঝড় তুলতে যুযুধান সব রাজনৈতিক শিবিরই সক্রিয় ছিল। জয়া সকালে প্রথমে শিবপুর কেন্দ্রে যান। সেখানকার তৃণমূল প্রার্থী, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির হয়ে ‘রোড শো’ করেন তিনি।

Advertisement

এরপর অমিতাভ বচ্চন জায়া যান উত্তর হাওড়ায়। তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর প্রচারে। সেখানে ডবসন রোড ধরে খোলা জিপে ‘রোড শো’ চলাকালীন এসি মার্কেটের অদূরে ওই ঘটনা ঘটে বলে তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে। যদিও হাওড়া উত্তরের তৃণমূল প্রার্থী গৌতম ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘মারধর বা ধাক্কাধাকির মতো কোনও ঘটনা ঘটেনি। জয়া বচ্চন কাউকে ধাক্কা দেননি। ‘রোড শো’-তে প্রচুর মানুষ এসেছিলেন। ভিড়ের চাপে হয়তো সামান্য ঠেলাঠেলি হয়েছে।’’ অন্য দিকে, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায় বলেন, ‘‘কোনও সেলিব্রিটি যদি মানুষকে সম্মান দিতে না পারেন তা হলে কিছু বলার নেই। উনি তো আবার সাংসদ। মানুষের ভাবাবেগের কথা মাথায় রাখা উচিত ছিল।’’ তাঁর দাবি, উত্তর হাওড়ায় এ বার তৃণমূলের পরাজয় নিশ্চিত।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারের জন্য রবিবার কলকাতায় এসেছেন জয়া। প্রথমে তৃণমূলের তরফে জানানো হয়েছিল, দু’-তিনদিনের জন্য প্রচারে অংশ নেবেন তিনি। কিন্তু বুধবার রাতে এক বিবৃতি প্রকাশ করে তৃণমূল জানিয়েছে, প্রথমে দু-তিনদিন প্রচার করার কথা বললেও আরও চার দিন প্রচার চালাবেন ‘ধন্যি মেয়ে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন