Uttara Singha Hazra

Bengal Polls 2021: শিয়রে নির্বাচন, মনোনয়ন জমা দিতে শুরু করলেন তৃণমূল নেতৃত্ব

দলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সরকারি মনোনীত পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই মতো সকলে পদ থেকে ইস্তফা দিয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ০১:৩৫
Share:

মনোনয়নপত্র জমা দিচ্ছেন উত্তরা সিংহ হাজরা। —নিজস্ব চিত্র।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সরকার মনোনীত পদ থেকে ইস্তফা দিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের একাধিক নেতা। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি থেকে শুরু করে প্রায় সকলেইই সোমবার সরকার মনোনীত সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন এ বারের প্রার্থীরা।

Advertisement

দলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সরকারি মনোনীত পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই মতো সকলে পদ থেকে ইস্তফা দিয়েছেন।’’

যাঁরা সোমবার মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। প্রথম দফায় গড়বেতা থেকে লড়বেন তিনি। শালবনি থেকে শ্রীকান্ত মাহাত, দাঁতন থেকে বিক্রম প্রধান মনোয়ন জমা দিয়েছেন। বাকিরা মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র জমা দেবেন।

Advertisement

এ দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি এবং অমূল্য মাইতি পদ থেকে ইস্তফা দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন