TMC

Bengal Polls: ধূপগুড়িতে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে প্রায় ২০০ কর্মী, জোড়াফুলের দাবি ওড়াল বিজেপি

শুক্রবার ধূপগুড়ির ঝাড়আলতা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ওই কেন্দ্রের জোড়াফুল শিবিরের প্রার্থী মিতালি রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ২০:৪৯
Share:

তৃণমূলের যোগদান সভা ধূপগুড়িতে। নিজস্ব চিত্র

ধূপগুড়িতে বিজেপি-র গড়ে ঘাসফুল ফোটাল তৃণমূল। বৃহস্পতিবার জোড়াফুল শিবিরে যোগ দিলেন প্রায় দু’শো বিজেপি কর্মী। এমনটাই দাবি তৃণমূলের। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে পদ্মশিবির।

শুক্রবার ধূপগুড়ির ঝাড়আলতা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ওই কেন্দ্রের জোড়াফুল শিবিরের প্রার্থী মিতালি রায়। ওই এলাকার রাজনৈতিক মহল বলছে, গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়আলতা এলাকার ১৫/৬৬ নম্বর বুথে জেতে বিজেপি। এমনকি গত লোকসভা নির্বাচনেও ওই বুথে এগিয়ে বিজেপি।

মিতালি রায় বলেন, ‘‘মানুষ বুঝতে পেরেছেন বিজেপি শুধু ভাঁওতাবাজি করে। তাই বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছেন।’’ যদিও, তৃণমূলে যোগদান নিয়ে বিজেপি নেতা বলরাম বসাক বলেন, ‘‘নিজেদের লোকদেরই বারবার দলে যোগদান করিয়ে প্রচারে আসার চেষ্টা করছে ওরা। আমাদের কোনও কর্মী তৃণমূলে যোগ দেয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন