West Bengal Assembly Election 2021

Bengal Polls: পশ্চিম বর্ধমানে প্রার্থীদের মনোনয়ন জমার দিনে ‘মাতৃশক্তি’র আরাধনা

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী মনোনয়নপত্র জমা দিতে আসেন মা-কে সঙ্গে নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ২২:২৪
Share:

মাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন (বাঁ দিকে)। মনোনয়ন জমা দিলেন অগ্নিমিত্রা পালও। নিজস্ব চিত্র।

সপ্তম দফায় পশ্চিম বর্ধমানে ভোট আগামী ২৬ এপ্রিল। তার আগে সোমবার জেলার তৃণমূল ও বিজেপি প্রার্থীরা মনোননয়নপত্র জমা দিলেন। সায়নী ঘোষ, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে জিতেন্ত্র তিওয়ারি, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরা পশ্চিম বর্ধমানের ভোটে প্রার্থী। সোমবার তাঁদেরই কেউ ‘মা’-এর মন্দিরে পুজো দিয়ে, কেউ বা নিজের মাকে সঙ্গে নিয়েই সারলেন প্রার্থী হিসাবে নাম নথিভুক্তকরণের কাজ।

Advertisement

পশ্চিম বর্ধমানে ৯টি বিধানসভা কেন্দ্রের সব ক’টিতেই ভোট আগামী ২৬ এপ্রিল। তার আগে সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে দুই প্রার্থীর অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনাও ঘটে। ঘাগরবুড়ি মন্দির চত্বরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র। সেখানেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংহের অনুগামীদের সঙ্গে গন্ডগোল বাধে জিতেন্দ্রর সঙ্গীদের। মন্দিরে আগেই এসেছিলেন হরেরাম। জিতেন্দ্রকে দেখেই স্লোগান দিতে শুরু করেন তাঁর অনুগামীরা। জিতেন্দ্র অবশ্য কোনও জবাব না দিয়েই মন্দিরে প্রবেশ করেন। পরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে দুর্গাপুরে মহকুমাশাসকের দফতরে চলে যান। পরে জিতেন্দ্র বলেন, ‘‘মায়ের মন্দিরে কোনও রাজনৈতিক স্লোগান ঠিক নয়।’’

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী মনোনয়নপত্র জমা দিতে আসেন মা-কে সঙ্গে নিয়ে। সায়নী বলেন, ‘‘মা জীবনে অনেক কষ্ট করেছেন। তিনি আইসিডিএস কর্মী। মানুষের সেবা কী করে করতে হয়, তা জানেন।’’ তাই মানুষের সেবা করার উদ্দেশে তাঁর ভোটের ময়দানে নামার সূচনা মাকে সঙ্গে নিয়েই করতে চান বলে জানিয়েছেন সায়নী।

Advertisement

একই কেন্দ্রে বিজেপি-র প্রার্থী অগ্নিমিত্রা। তিনিও ‘মাতৃশক্তি’র বন্দনা করেছেন। তবে একটু অন্য ভাবে। মনোনয়ন জমা দেওয়ার পর অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি আসানসোলের ভূমি কন্যা। বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার পর সারা বাংলায় চষে বেড়িয়েছি। নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। এত দিনে সবাই জেনে গিয়েছেন, অত্যাচারিত মহিলাদের পাশে যদি কেউ দাঁড়ায়, তবে সেটা আমি। তাই আজকে মাতৃশক্তির প্রতিনিধি হয়েই মনোনয়ন পেশ করলাম।’’

সোমবার মনোনয়ন পেশ করেছেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিধান উপাধ্যায়। মনোনয়ন জমা দিয়ে মলয় বলেন, ‘‘পশ্চিম বর্ধমান জেলার ন’টি আসনে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে।’’

সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুড়িয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সেখানে হাজির ছিলেন। আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেন। কুলটি বিধানসভার প্রার্থী অজয় পোদ্দার বরাকর থেকে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। বারাবনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরিজিৎ রায় নুনি গ্রাম থেকে মিছিল করে আসেন মনোনয়ন জমা দিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন