Anubrata Mandal

খেলা অউর অচ্ছা হোগা, হিন্দিভাষীদের কাছে টানতেও অনুব্রতর হাতিয়ার সেই ‘খেলা হবে’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৮
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

বিজেপি বহিরাগত হলেও, রাজ্যে বসবাসকারী অবাঙালি মানুষ বহিরাগত নন। আগেই এমন বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁর দেখানো পথেই হাঁটলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর দাবি হিন্দিভাষীদের পাশে পেলে বিধানসভা নির্বাচনের আগে আরও খেলা আরও ভাল জমবে।

Advertisement

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের হিন্দিভাষী মানুষের উদ্দেশে এমন বার্তা দেন অনুব্রত। আত্মিক যোগ বোঝাতে হিন্দিতেই সাংবাদিক বৈঠক সারেন তিনি। সেখানে অনুব্রত বলেন, ‘‘২০১৯-এ আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। নিশ্চয়ই কোথাও ভুল ছিল আমাদের। আশাকরি আমাদের ক্ষমা করে দেবেন আপনারা। আমাদের পাশে থাকবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। বাংলা মে খেলা আচ্ছা হোগা। লেকিন হিন্দি মে খেলা অউর অচ্ছা হোগা।’’

বাংলায় অনুব্রতর মন্তব্যের তর্জমা করলে দাঁড়ায়, বাংলায় খেলা ভালই হবে। তবে হিন্দিতে খেলা আরও জমবে। বীরভূম জেলায় ৪টি পৌরসভার চেয়ারম্যান হিন্দিভাষী। এই প্রথম সেখানকার হিন্দিভাষী মানুষের কাছে ভোটের আবেদন জানাতে দেখা গেল অনুব্রতকে। সেখানে নিজেদের দাবিদাওয়া নিয়ে অনুব্রতর কাছে দরবার করতে দেখা যায় স্থানীয় মানুষকে।

Advertisement

জেলায় ভোটের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেইসময় কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার সঙ্গে সিবিআইয়ের সাক্ষআৎ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে প্রশ্ন করলে অনুব্রত বলেন, ‘‘ভোট এলেই সিবিআই, ইডি, এনআইএ শুরু হয়। যাকে খুশি নোটিস ধরাতে পারে সিবিআই। আমাকে ধরালেও যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন