Mamata Banerjee

WB Election Result: বিনামূল্যে টিকা না দিলে গাঁধীমূর্তির পাদদেশে ধর্না, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

দল জিতলেও নন্দীগ্রামে হারতে হয়েছে মমতাকে। এই নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৮:৫০
Share:

নিজস্ব চিত্র

রাজ্যে তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফল নিশ্চিত হতেই সাংবাদিকদের সামনে মমতা জানালেন, তাঁর সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। কেন্দ্র যদি বিনামূল্যে টিকা না দেয় তা হলে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

মমতা বলেন, ‘‘জেতার পর আমাদের প্রধান কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। আমি কেন্দ্রের কাছে অনুরোধ জানাচ্ছি বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার জন্য। নইলে গাঁধীমূর্তির পাদদেশে ধর্না শুরু করব আমি।’’

কোভিডের মধ্যে দলীয় কর্মীদের সংযত থাকারও বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘‘আমি সবাইকে বলব এই মুহূর্তে বিজয় উৎসব করবেন না। কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে ব্রিগেডে বিজয় উৎসব করব আমরা।’’

Advertisement

নন্দীগ্রামে মমতা জিতেছেন, নাকি শুভেন্দু তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। সংবাদসংস্থা এএনআই টুইট করে জানায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায় শুভেন্দু জিতেছেন। আনন্দবাজার ডিজিটালকে সে কথা জানান শুভেন্দু নিজেই। এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘‘প্রথমে বলল আমি জিতেছি। পরে আবার অন্য কথা বলছে। একটা রাজ্যের সব কেন্দ্রের এক রায় আর একটা কেন্দ্রে অন্য রায় হতে পারে না। চার ঘণ্টা সার্ভার ডাউন ছিল। কারচুপি, ভোট লুঠ হয়েছে। দল পুনর্গণনার দাবি জানিয়েছে। দরকার পড়লে আদালতে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন