West Bengal Assembly Election 2021

WB Election Result: ভিড়ে হারিয়ে যাননি, বহু হিসেব উল্টে জয় এনেছেন যাঁরা

রাজনীতির ময়দানে সদ্য পা রাখা বহু তারকা প্রার্থীর জয় নিয়েই সন্দিহান ছিলেন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ২৩:৪৯
Share:

জয়ী টলিউড তারকারা। —ফাইল চিত্র।

রুপোলি পর্দার তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। তবে সকলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। উল্টে, ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েক জন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথম বার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টলিউড অভিনেতারা যেমন রয়েছেন। তেমন আবার সোহম চক্রবর্তী বা হিরণ চট্টোপাধ্যায়ের মতো ‘পোড়খাওয়া’ তারকার নামও পাওয়া যাবে।

রাজনীতির ময়দানে সদ্য পা রাখা বহু তারকা প্রার্থীর জয় নিয়েই সন্দিহান ছিলেন অনেকে। তাঁদের ‘আনকোরা’ তকমাও জুটেছিল। তবে রবিবার ভোটগণনার ফলাফল প্রকাশ হতেই বহু হিসেব উল্টে দিয়েছেন তাঁরা। তৃণমূলের জুন মালিয়া যেমন ভোটের পরেও নিজের বিধানসভা কেন্দ্রে ছুটে গিয়েছেন। তারকা প্রার্থীদের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে, ভোটের পর নিজের কেন্দ্রে তাঁদের আর দেখা যায় না। তবে সে অভিযোগ খণ্ডন করেছেন জুন মালিয়ার মতো তারকা প্রার্থী। ভোটগ্রহণের পরেও মেদিনীপুর কেন্দ্রে পৌঁছেছেন তৃণমূলের প্রার্থী জুন।

উত্তরপাড়া কেন্দ্রে ভোটের আগে প্রচারের কাজে ক্রমাগত দৌড়তে দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিককে। তারকা ভাবমূর্তির টানে এলাকার মা-মাসিরা কাছে ছুটে এলে নিজস্বীও তুলেছেন তিনি। তারকাদের এই অনায়াস জনসংযোগও কাজে এসেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া প্রবীর ঘোষালকে হারিয়েছেন কাঞ্চন। জনসংযোগ হোক বা জনপ্রিয়তার টান— জুনের মতো ‘আনকোরা’ হলেও তাই জয় এসেছে কাঞ্চন, সায়ন্তিকা, লাভলিদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন