NSCL Recruitment 2024

১৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড

বিভিন্ন বিভাগে ট্রেনি থেকে শুরু করে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:১০
Share:

ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে কর্মখালি। ওই সংস্থা ১৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট, সিনিয়র ট্রেনি এবং ট্রেনি পদে কর্মী প্রয়োজন।

Advertisement

ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ট্রেনি পদে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদপ্রার্থীদের অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে যাঁরা আবেদন করবেন, তাঁদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রোনমি, সিড টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। ট্রেনি পদে কৃষিবিদ্যা, বাণিজ্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অফিস ম্যানেজমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদনও ট্রেনি পদের জন্য গ্রহণ করা হবে।

Advertisement

মোট এক বছরের জন্য উল্লিখিত পদে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিদের প্রশিক্ষণ চলবে এক বছর ছ’মাস পর্যন্ত। কাজের জন্য প্রতি মাসে ২৪,৬১৬ টাকা থেকে শুরু করে ১,৪১,২৬০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদপ্রার্থীদের বয়স ৫০ বছর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ৩০ বছর এবং ট্রেনিদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রশিক্ষণ শেষে নিযুক্তদের পদোন্নতি হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ৫০০ টাকা। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষা হবে ২২ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement