AAICLAS Recruitment 2025

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত সংস্থায় কর্মখালি, শূন্যপদ ৩৯৩টি

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:৪৬
Share:

প্রতীকী চিত্র।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা এএআই কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড (আইক্লাস)-এ চাকরির সুযোগ। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এবং সিকিউরিটি স্ক্রিনার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯৩। সমস্ত পদে তিন বছরের চুক্তিতে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল হবে সংস্থার পটনা, গোয়া, পোর্ট ব্লেয়ার, বিজয়ওয়াড়া, ভাদোদরা অমৃতসর এবং চেন্নাইতে।

উভয় পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এবং সিকিউরিটি স্ক্রিনার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২১,৫০০ থেকে ২২,৫০০ টাকা এবং ৩০,০০০ থেকে ৩৪,০০০ টাকা। এ ছাড়া মিলবে অন্য সুযোগ সুবিধাও।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পদের জন্য প্রার্থীদের দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একই ভাবে অন্য পদে আবেদনের জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। পদ অনুযায়ী, আবেদনের জন্য অসংরক্ষিত এবং সংরক্ষিত প্রার্থীদের যথাক্রমে ৫০০/ ৭৫০ টাকা এবং ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে পদগুলিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement