Indian Bank Recruitment 2025

ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ, পোস্টিং উত্তর ২৪ পরগনায়

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২০:২৩
Share:

ইন্ডিয়ান ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে নিয়োগের প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, রাজ্যে ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রামীণ স্ব-কর্মসংস্থান প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইন্ডিয়ান ব্যাঙ্ক রুরাল সেল্ফ- এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট)-এর জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ব্যাঙ্কের উত্তর ২৪ পরগনার প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ফিন্যান্সিয়াল লিটারেসি কাউন্সেলর পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আর এক বছর বাড়ানো হতে পারে। তাঁর পারিশ্রমিক হবে ১৮,০০০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা মিলবে।

আবেদনকারীদের বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, কোনও আর্থিক প্রতিষ্ঠান, আরবিআই, নাবার্ড, সিডবি বা অন্য কোনও বাণিজ্যিক ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। প্রয়োজন স্থানীয় ভাষা এবং ইংরেজিতে কথোপকথনের পারদর্শিতা। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement