Govt Jobs for Graduates 2025

আলিয়া বিশ্ববিদ্যালয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন কারা?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। তাঁর বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮
Share:

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন। নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কিংবা সেকশন অফিসারের মতো পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁকে ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নিযুক্তের কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকা প্রয়োজন। তাঁকে প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের ২৯ সেপ্টেম্বরের বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন তাঁর সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (aliah.ac.in) নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement